সিরাজগঞ্জ প্রতিনিধি: টিকটকের মাধ্যমে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের ইতি টানল এক করুণ পরিণতির মাধ্যমে। প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়া গোলাম ফেরদৌস দুর্লভ (২৪) নামের এক তরুণ সিরাজগঞ্জে প্রেমিকার বাড়িতে গিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাইরিহাট পাতিলভাসা গ্রামের বাসিন্দা দুর্লভ স্থানীয় একটি কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন। প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সোমবার (৪ আগস্ট) দুপুরে তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামে প্রেমিকার বাড়িতে গিয়ে বিষপান করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের বিষয়টি বিবেচনা করা হবে।
নিহতের খালু সজীব হোসেন ও ভাই ওয়াজেদুর রহমান জানান, দুর্লভ প্রেমিকাকে শেষবারের মতো দেখতে চেয়েছিলেন। তারা শোকাহত; এখনো কোনো আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেননি।
এদিকে কলেজছাত্রী প্রেমিকা জানান, পারিবারিক সিদ্ধান্তে তার অন্যত্র বিয়ে ঠিক হয়েছে। বিষয়টি দুর্লভ মেনে নিতে না পারায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফও ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে নিশ্চিত করেছেন।


