পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৫ সালে দিয়েছে ৩৮৪০ শতাংশ নগদ যা ২০২৪ সালে দিয়েছে ২০০ শতাংশ নগদ, ২০২৩ সালে দিয়েছে ৭৫০ শতাংশ নগদ, ২০২২ সালে ৮০০ শতাংশ নগদ এবং ২০২১ সালে ৯০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।


