পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ৩২ কোটি ৭৫ লক্ষ ৩২ হাজার ৮৮৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯১১ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৬৪৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৫০.২৩ পয়েন্ট কমে ৫৪৮৫.৯১ ডিএস-৩০ মূল্য
সূচক ২০.৫৩ পয়েন্ট কমে ২১২৯.৯৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৮.০৭ পয়েন্ট কমে ১১৮৫.৪৯
পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- যমুনা ব্যাংক, বিএসসি, সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন,
উত্তরা ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, মালেক স্পিনিং ও ট্রাস্ট ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- তিতাস গ্যাস, শাইনপুকুর সিরামিক, বিডি থাই ফুড, সমতা লেদার, প্রাইম ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, আইসিবি অগ্রনী ব্যাংক মি. ফা., এস. আলম কোল্ড রোল্ড, ইনডেক্স এগ্রো ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ট্রাস্ট ব্যাংক, সি এন্ড এ টেক্সটাইল, এসবিএসি ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স, ইউসিবি, এনআরবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক ও মেট্রো স্পিনিং।


