পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল বড় উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ১৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা এক বছরের মধ্যে সর্বোচ্চ।
ডিএসইতে গতকাল ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ২১৮টির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত ছিল ৫৮টির বাজারদর।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কহার প্রত্যাশার চেয়ে কম হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। তাদের সক্রিয় অংশগ্রহণের ফলে বাজারে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৬ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ দশমিক ৩ শতাংশ দখলে নিয়েছে বস্ত্র খাত। ১১ দশমিক ৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় স্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। খাদ্য ও আনুষঙ্গিক খাত ৭ দশমিক ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ স্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা জ্বালানি ও বিদ্যুৎ খাতের দখলে ছিল লেনদেনের ৬ দশমিক ১ শতাংশ।


