December 10, 2025 - 7:41 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়আগামী ৫-৬ দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

আগামী ৫-৬ দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক: আগামী ৫-৬ দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন দেরি হবে না। প্রধান উপদেষ্টা যা বলেছেন, তার একদিন পরেও নির্বাচন হবে না। জুলাই চার্টার বা প্রক্লেমেশন যাই হোক না কেন, নির্বাচন সময়মতোই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব বলেন, প্রোক্লেমেশন ও চার্টার নিয়ে কাজ হচ্ছে। আগামী পাঁচই অগাস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি। জুলাই চার্টারটাকে ফাইনালাইজ করার জন্য আজকে খুবই সিরিয়াস মিটিং হচ্ছে। আগামী পাঁচ-ছয়টা দিনে আমরা বুঝবো সামনে কোথায় যাচ্ছি। তবে যাই কিছু হোক না কেন, নির্বাচনে দেরি হবে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থানে আছেন। 

তিনি বলেন, “উনি প্রথমে বলেছিলেন ইলেকশন এপ্রিলের ১৫ দিনের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজ এগিয়ে যায় তবে এটা ফেব্রুয়ারিতে হবে। আমরা সেই জায়গায় এখনেও আছি। এটার একটা দিন দেরি হবে না।”

এক বছরের সরকার পরিচালনার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা একটি বিধ্বস্ত দেশ পেয়েছি, সেই দেশকে সিস্টেমে আনার চেষ্টা করেছে এই সরকার। বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে। অর্থনীতির সংকট থেকে স্থিতিশীলতা ফিরিয়ে আনা ছিল বড় চ্যালেঞ্জ, যা আমরা সফলভাবে মোকাবিলা করেছি।

প্রতিটি মন্ত্রণালয়ের অগ্রগতির বিবরণ তুলে ধরার জন্য বুকলেট আকারে উপস্থাপনের নির্দেশ দেয়া হয়েছে উল্লেখ করে প্রেস সচিব আরও বলেন, গণমাধ্যম দেখে অনেকের মনে বিভ্রান্তি তৈরি হতে পারে, কিন্তু গত এক বছরে বাস্তবিক অর্থে অনেক কাজ হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দায়মুক্তি আইনের সমালোচনা করে তিনি বলেন, লাখ লাখ কোটি টাকা চুরি হয়েছে এই আইনের মাধ্যমে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে ১০ দিনের মধ্যে এই আইন বাতিল করেছে। এখন সেই খাতে বাস্তব কাজ শুরু হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে, সব তথ্য জনগণের সামনে তুলে ধরতে। এখন পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

ভবিষ্যৎ সরকার সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পরবর্তী মেয়াদে বড় পরিসরে বৈদেশিক বিনিয়োগ আসবে। সেই পরিবেশ ইতোমধ্যে তৈরী করা হয়েছে।

পররাষ্ট্র নীতিতে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ভারত হোক বা অন্য যে দেশই হোক, সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা হচ্ছে।

গণমাধ্যম স্বাধীন উল্লেখ করে প্রেসসচিব বলেন, কাউকে বাধা দেয়া হচ্ছে না। ভুল হলে তা শুধরে দেয়া হচ্ছে। তবে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ একেবারেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, বাণিজ্যিক আলোচনার বিষয়গুলো সরাসরি সম্প্রচারযোগ্য নয়, কারণ প্রতিযোগিতা রয়েছে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ভারতের মতো দেশের সঙ্গে।

সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, যতটা সম্ভব সংঘর্ষ-শূন্য নির্বাচন আয়োজনের লক্ষ্য থাকবে। ডিসি, এসপি, ইউএনওসহ প্রশাসনের প্রতিটি পর্যায় যেন নিরপেক্ষভাবে কাজ করে, সেই চেষ্টাই থাকবে।

এভিয়েশন খাত প্রসঙ্গে তিনি জানান, ২৫টি বিমান একসঙ্গে কেনা হচ্ছে না, সময়ের সঙ্গে ধাপে ধাপে ফ্লিট বাড়ানো হবে। যেহেতু আমাদের পাইলটদের প্রশিক্ষণ মূলত বোয়িং প্ল্যাটফর্মে, তাই বোয়িং বিমান কেনা হচ্ছে।

আরও পড়ুন:

১০২ এসিল্যান্ড বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত

চার জেলায় ডিলার নিয়োগ দেবে টিসিবি

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নড়াইলে রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের কার্যক্রমে নিষেধাজ্ঞা

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় রোগীর পেটে গজ কাপড় রেখে সেলাই দেয়ার অভিযোগে মোর্শেদা সার্জিকাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ ক্লিনিকের সকল কার্যক্রম...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বুধবার (১০ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর...

মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন ছাদেকুর রহমান

কর্পোরেট ডেস্ক: মেঘনা ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: ছাদেকুর রহমানকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে তিনি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

পরিবেশ অধিদপ্তরকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে অধূমপায়ীদের স্বাস্থ্য সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর ও এর অধীনস্ত সকল কার্যালয়কে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। এখন থেকে...

পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

কর্পোরেট সংবাদ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার...

পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে: আসিফ

নিজস্ব প্রতিবেদক: পদত্যাগের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমাদের পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। প্রধান উপদেষ্টার প্রেস...

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বৃহস্পতিবার: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। ওইদিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচন...

বেনাপোলের রেজাউলকে মানিলন্ডারিং মামলায় অভিযুক্ত করে চার্জশিট

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: মানিলন্ডারিং মামলায় বেনাপোলের চোরাকারবারী ও ঘাট মালিক রেজাউল ইসলাম রেজাকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ঢাকা মালিবাগের সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম’র...