চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে সাইদুল ইসলাম নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আজ
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতার সাইদুল ইসলাম দামুড়হুদা উপজেলার ব্রীজ পাড়া গ্রামের মৃত কিয়াম উদ্দিন গেনুর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেজর রাফিদুল প্রামানিক ও ক্যাপ্টেন মঞ্জুর রহমান মাশফি এর নেতৃত্বে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে যৌথবাহিনীর একটি টিম সাইদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় সাইদুল ইসলামের শিকারোক্তিতে তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযানে সহযোগীতা করে চুয়াডাঙ্গা পুলিশের একটি টিম।
নিয়মিত মামলাসহ গ্রেফতার সাইদুল ইসলামকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।


