শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার পরিবারের সদস্যদের অচেতন করে ঘরে ঢুকে ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (২৭ জুলাই) গভীর রাতে ভবানীপুর ইউনিয়নের আমীনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইউসুফ আলী (৪২) ও তার স্ত্রী শাপলা বেগম (৩৮) বর্তমানে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ইউসুফ আলী, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে অনেক বেলা পর্যন্ত ঘুম ভাঙে না। একপর্যায়ে প্রতিবেশীরা ডাকাডাকি করলে আমরা জেগে উঠি এবং শরীরে অস্বস্তি অনুভব করি এবং ঘরের ভেতর আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখি।
ভুক্তভোগী ইউসুফ আলীর স্ত্রী শাপলা বলেন বলেন, আলমারিতে রাখা আমার ৪ ভরি এবং মেয়ের ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪ লাখ টাকা এবং ৩টি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ধারণা করছেন, ডাকাতরা রাতে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এমন ঘটনা ঘটাতে পারে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। খুব শিগগিরই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


