January 12, 2026 - 5:41 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশিক্ষা-সাহিত্য-সংস্কৃতিসলঙ্গায় ১০ মাস ধরে পলাতক শিক্ষক, নিয়মিত নিচ্ছেন বেতন

সলঙ্গায় ১০ মাস ধরে পলাতক শিক্ষক, নিয়মিত নিচ্ছেন বেতন

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উনুখাঁ পাগলা পীর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদুল ইসলাম (জাহিদ) গত ১০ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও নিয়মিত বেতন ও অন্যান্য সরকারি সুবিধা গ্রহণ করে যাচ্ছেন। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।

জানা গেছে, শিক্ষক জাহিদ রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং তার বড় ভাই ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকার আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন অনিয়ম ও সুযোগ-সুবিধা নিয়েছেন। অভিযোগ রয়েছে, দায়িত্ব পালনের সময় তিনি নিয়মিত ক্লাস না নিয়ে শুধুমাত্র বিদ্যালয়ে উপস্থিতির স্বাক্ষর করে চলে যেতেন। বর্তমান সরকারের আমলে জনরোষ ও নিরাপত্তাহীনতার কারণে তিনি কর্মস্থলে ফিরছেন না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন তালুকদার বলেন, “বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৭০০ শিক্ষার্থী রয়েছে। শিক্ষক জাহিদ গত ১০ মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। তাকে দুইবার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তার পাঠদানের বিষয়টি অন্য শিক্ষকদের দিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে। তিনি তিনবার অসুস্থতার কারণ দেখিয়ে মেডিকেল ছুটির আবেদন করলেও তা মঞ্জুর হয়নি।”

বিদ্যালয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও উল্লাপাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, “ছুটির আবেদনের বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে আলোচনা করা হয়েছে। খুব শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস বলেন, “একজন শিক্ষক এক বছর ধরে অসুস্থ থাকতে পারেন না। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিদ্যালয় পরিচালনা কমিটি।”

এ বিষয়ে মো. জাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে এখন কিছু বলব না। আমি বাইরে আছি, পরে কথা হবে।” এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

বিদ্যালয়ের একাধিক অভিভাবক অভিযোগ করেন, একজন শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ছে।

স্থানীয়রা জানান, জাহিদুল ইসলাম ও তার ভাই একসঙ্গে দলীয় প্রভাব বিস্তার করে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন। বিষয়টি শিক্ষা অফিস অবগত থাকলেও এতদিন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

সচেতন মহলের দাবি, দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে শিক্ষার পরিবেশ আরও নষ্ট হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ইরান সংঘাত চায় না, তবে যেকোনো যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বিক্ষোভ দমনে সামরিক হস্তক্ষেপের হুমকি...

মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবিন চৌধুরী

কর্পোরেট সংবাদ ডেস্ক : হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সোমবার (১২ জানুয়ারি) ঢাকার নির্বাহী...

বিডি ল্যাম্পসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস পিএলসি পর্ষদ সভা আগামী ১৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আলোচিত...

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র...

নোয়াখালীতে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে বড় ভাই আবু বকর ছিদ্দিককে (৬৬) কুপিয়ে হত্যার ঘটনায় ছোট ভাই হারুনুর রশিদকে গ্রেপ্তার করেছে...

লাভোলোর বোর্ড সভা ১৭ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারের খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালনা পর্ষদ সভা আগামী ১৭ জানুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফটোকার্ড প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার (১২ জানুয়ারি) প্রকাশিত ফটোকার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার...

সিরাজগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. সোনা (পিতা: মৃত ইসলাম), সদর উপজেলার সাহেদ নগর...