উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফিরোজ উদ্দিনসহ আ.লীগের ৪ নেতাকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন আকন্দ, দুর্গানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃরফিকুল ইসলাম ঠান্ডু এবং বাঙ্গালা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আসলাম প্রামানিক। এদেরকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, মঙ্গলবার গভীর রাতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, ফিরোজ উদ্দিন, হেলাল উদ্দিন আকন্দ ও রফিকুল ইসলামের বিরুদ্ধে গত জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীর হত্যা মামলা আসামি ও আসলাম প্রামাণিক বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যনিয়ন্ত্রন আইনে মামলার আসামি। গ্রেফতারকৃত আসামিদের সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।


