উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের ৫ দিন পর অটোভ্যান চালক সোহাগের (১৭) মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) সন্ধায় ফুলজোড় শাখা নদী থেকে উদ্ধার করেছেন উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
নিহত সোহাগ উল্লাপাড়া পৌর শহরের এনায়েতপুর গুচ্ছগ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গানগর ইউনিয়নের মনোহরা গ্রামের ফুলজোড় নদীর শাখা নদীতে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অসহায় পরিবারের হাল ধরতেই অটোভ্যান চালাত শারীরিক প্রতিবন্ধী সোহাগ। সে গত রোববার (১৩ জুলাই) বিকেলে প্রতিদিনের ন্যায় ভ্যানগাড়ী নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। রাতে আর বাড়ি ফেরেনি। পরে অনেক খোজাখুজির পর তাকে আর পাওয়া যায়নি। কে বা কাঁহারা তাদের প্রতিবন্ধী ছেলেকে মেরে নদীতে ফেলে দিয়ে অটোভ্যান নিয়ে গেছে। নির্মম হত্যার বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন নিহত সোহাগের পরিবার।
এ তথ্য নিশ্চিত করেন উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে নদীতে লাশ ভেসে উঠেছে এমন সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সংবাদ ছড়িয়ে পরলে নিহতের স্বজনরা থানায় এসে লাশের পরিচয় নিশ্চিত করেন।
প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে অটোভ্যান ছিনতাইকারী চক্র এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। তবে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


