স্পোর্টস ডেস্ক: ব্যাটিং ব্যর্থতায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া রংপুর রাইডার্সের। শনিবার (১৯ জুলাই) গ্লোবাল সুপার লিগ (জিএসএল) ২০২৫-এর ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে রংপুর রাইডার্সকে ৩২ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
প্রথমে ব্যাট করে গায়ানা স্কোরবোর্ডে তোলে ১৯৬ রানের বিশাল সংগ্রহ। জবাবে রংপুরের ইনিংস থামে ১৬৪ রানে। গায়ানার হয়ে ইনিংসের গোড়াপত্তন করেন জনসন চার্লস ও এভিন লুইস। যদিও লুইস (৯ বলে ৫) বেশি দূর যেতে পারেননি, চার্লস খেলেছেন বিধ্বংসী ইনিংস ৩৮ বলে ৬৭ রান করে রিটায়ার্ড আউট হন।
তার সঙ্গে রহমানউল্লাহ গুরবাজ যোগ করেন ৩১ বলে ৫০ রান। পরে রাদারফোর্ড (১৫ বলে ১৯) ও রোমারিও শেফার্ড (৯ বলে ২৮) শেষ দিকে ঝড়ো ইনিংস খেলে দলকে নিয়ে যান ১৯৬ পর্যন্ত। রংপুরের পক্ষে একটি করে উইকেট নেন খালেদ আহমেদ, তাবরাইজ শামসি ও ইফতিখার আহমেদ।
১৯৭ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে রংপুর শুরু থেকেই চাপে পড়ে যায়। শুরুতেই ইব্রাহীম জাদরান (৪ বলে ৫) রানআউট হন। এরপর সৌম্য সরকার (১৪ বলে ১৩), কাইল মেয়ার্স (১০ বলে ৫), আজমতউল্লাহ ওমরজাই (৬ বলে ৩) ও অধিনায়ক নুরুল হাসান সোহান (৪ বলে ১) দ্রুত ফিরে যান।
তবে সাইফ হাসান (২৬ বলে ৪১) ও ইফতিখার আহমেদ (২৯ বলে ৪৬) গড়েন ৭৩ রানের জুটি। এই দুই ব্যাটার আউট হয়ে গেলে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় রংপুর। শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কন চেষ্টা করলেও তার ছোট ক্যামিও যথেষ্ট ছিল না জয়ের জন্য।
গায়ানার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ডুয়াইন প্রিটোরিয়াস, নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। ম্যাচসেরা হয়েছেন জনসন চার্লস।
দ্বিতীয় আসরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো রংপুর রাইডার্সকে, আর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স তুলে নিল জিএসএলের রাজমুকুট।
গত বছর গ্লোবাল সুপার লিগের প্রথম মৌসুমে অস্ট্রেলিয়ান ক্লাব ভিক্টোরিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স।


