ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় দুই শিশুসহ মাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ময়না আক্তার (২৫), তার মেয়ে রাইসা আক্তার (৭) ও ছেলে নীরব হোসেন (২)।
সোমবার (১৪ জুলাই) সকালে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকার কাইয়ুম মিয়ার বাড়িতে
পরিবার নিয়ে বাসায় ভাড়া থাকা পরিবারে এ নৃশংস ঘটনা ঘটলে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদে জন্য নিহত নারীর স্বামীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকার একটি পোশাক কারখানা—রাসেল স্পিনিং মিলে চাকরি করেন এবং পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।
সোমবার (১৪ জুলাই) সকালে রফিকুল ইসলাম কর্মস্থল থেকে বাসায় ফিরে ঘরের দরজায় তালা দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে অবশেষে তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। সেখানে স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গতকাল রাতের যেকোনো সময় এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। অভিজ্ঞ টিম আসবে। ঘটনার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কারণে এই ঘটনা ঘটতে পারে। নিহত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদে জন্য আটক করা হয়েছে। তবে ঘটনার সময় স্বামী ঘরে ছিলেন না বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের দেবর পলাতক রয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


