January 14, 2026 - 10:36 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশদিনদুপুরে প্রবাসীর বাড়িতে চুরি, ৩০ লাখ টাকার মালামাল লুট

দিনদুপুরে প্রবাসীর বাড়িতে চুরি, ৩০ লাখ টাকার মালামাল লুট

spot_img

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে কানাডা প্রবাসীর বৌভাত অনুষ্ঠানে ছিলেন বাড়ির সবাই। এই সুযোগে প্রকাশ্য দিবালোকে বাড়ির পেছনের ফটক ভেঙে চুরির ঘটনা ঘটেছে। ঘরে ঢুকে আলমারি ভেঙে নিয়ে গেছে ইউএস ডলার, নগদ টাকা, স্বর্ণালংকার, দামি মোবাইল ফোন ও ঘড়িসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল।

রোববার (১৩ জুলাই) দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে এ চুরির ঘটনাটি ঘটে পৌর শহরের পাখিয়ালায় অবস্থিত হাজী আব্দুল আলী ট্রেড সেন্টারের স্বত্ত্বাধিকারী শামীম আহমদের বাসভবনে।

খবর পেয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় বাড়ির গৃহকর্মী স্বপ্না বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও চোরচক্রকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে থানা পুলিশ।

এদিকে উপজেলা প্রশাসন ও থানা কমপ্লেক্সের মাত্র আড়াই’শ মিটার দূরত্বের মধ্যে দিনে দুপুরে চুরির এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বিস্মিত ও হতবাক। তাদের দাবি, অতীতে দিনের বেলা এ ধরণের কোন চুরি কিংবা ডাকাতির ঘটনা ঘটেনি।

জানা গেছে, ব্যবসায়ী শামীম আহমদের ছেলে কানাডা প্রবাসী সাকিব আহমদের বৌভাত অনুষ্ঠান ছিল রোববার। আত্মীয়-স্বজনসহ সবাই দ্বি-তল বাড়ির প্রত্যেকটি রুমে পৃথক পৃথক তালা দিয়ে চলে যান স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের বৌভাত অনুষ্ঠানে। বেলা আড়াইটার দিকে পরিবারের কয়েকজন মহিলা বাড়ি ফিরে দেখেন পেছনের ফটক ও প্রত্যেকটি রুমের দরজার তালা ভাঙা। ভেতরে আলমারির তালাও ভাঙা এবং মালামাল তছনছ করা। এরপর খবর পেয়ে একে একে ছুটে আসেন সবাই।

শামীম আহমদের ভাই আমেরিকা প্রবাসী সেলিম আহমদ তার ভাতিজা সাকিব আহমদের বিয়েতে স্বপরিবারে দেশে আসেন। বিয়ের অনুষ্ঠান আগের দিন শেষ হলেও রোববার বৌভাত অনুষ্ঠান ছিল। আত্মীয়-স্বজনে বাড়ি ভরপুর। দুপুরে সবাই ঘরে তালা দিয়ে বৌভাত অনুষ্ঠানে চলে যান। এই সুযোগে চোরচক্র ভবনের পেছন দিয়ে ঢুকে পড়ে।

শামীম আহমদের চাচাতো ভাই মিজানুর রহমান খছরু জানান, প্রাথমিক ধারণা হিসাবে দেখা গেছে-চোরচক্র নগদ ৩ লাখ ১০ হাজার টাকা, ৫০০ ইউএস ডলার, ১৫ থেকে ২০ ভরি স্বর্ণালংকার, দামি হাতঘড়ি ও ৫টি মোবাইল ফোনসহ অন্তত ৩০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। দুতলা ভবনের নিচের তিন রুম ও উপরের তিন রুমে চোরেরা হানা দেয়। পাঁচ রুমের প্রত্যেকটি স্টিলের ও কাঠের আলমারি ভেঙে তছনছ করে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। একটি রুমের ভেতরের আলমারির তালা ভাঙতে পারেনি চোর। এজন্য ওই রুমের টাকা, স্বর্ণালংকারসহ মালামাল রক্ষা পেয়েছে।

অপরদিকে সন্দেহজনক ভাবে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় শামীম আহমদ বাদী হয়ে থানায় মামলা করেছেন। রাতেই মামলাটি দায়েরের পর পুলিশ মাঠে কাজ করছে বলে জানা গেছে।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, বাড়ির গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের একটি বিশেষ দল মাঠে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, রাতের মধ্যেই চোরচক্রকে আটক করে চুরি হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদী।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...