সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজার এলাকায় র্যাব-১২’র অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৫টা ৫ মিনিটে ‘নিউ মায়ের আচল হোটেলের’ সামনে ঢাকাগামী হাইওয়ে রোডে অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. দুলাল ফকির (২৯)। তিনি বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার মণ্ডলপাড়া গ্রামের মো. আব্দুর রহিম ফকিরের ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়, যা ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত হতো বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১২ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে বিভিন্ন গাড়িতে করে ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


