সিরাজগঞ্জ প্রতিনিধি: সাংগঠনিক দক্ষতা, মানবিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শের বাংলা স্মৃতি পদক–২০২৫ পেয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ।
মঙ্গলবার (২৪ জুন) ঢাকার কচিকাঁচা মেলা ভবন মিলনায়তনে “অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ.কে. ফজলুল হকের কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলা এ.কে. ফজলুল হক স্মৃতি পরিষদের সভাপতি ও বিটিআরসি’র চেয়ারম্যান এবং সাবেক তথ্য সচিব সৈয়দ মাণ্ডব মোর্শেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. জাকারিয়া, এনটিএল প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী নজরুল ইসলাম খান লিমটন এবং বিএনপি নেতা মজিবুর রহমান চৌধুরী।
পদকপ্রাপ্ত আমির হোসেন সবুজ প্রতিক্রিয়ায় বলেন, “সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত আছি। আগামীতে যেন আরও সংগঠিতভাবে জনকল্যাণে কাজ করতে পারি, সে জন্য সবার দোয়া কামনা করছি।”


