December 15, 2025 - 12:31 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন

ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন

spot_img

নিজস্ব প্রতিবেদক: ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষার্থীকে নিজ বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব শুনানি শেষে এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন নোবেলের আইনজীবী অ্যাডভোকেট মো. মনির উদ্দিন।

শুনানিতে নোবেল ও মামলার বাদি উভয়েই আদালতে উপস্থিত ছিলেন। বাদি জানান, নোবেল জামিনে মুক্তি পেলে তার কোনো আপত্তি নেই। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

গত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নোবেলের আইনজীবী মো. খলিলুর রহমান জামিনের আবেদন করেন। বিচারক আসামির উপস্থিতিতে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

জামিন আবেদনে উল্লেখ করা হয়, নোবেল গত ২০ মে থেকে কারাগারে আটক আছেন। বাদি ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলাটি দায়ের করা হয়। তাদের মধ্যে শরিয়ত মোতাবেক বিবাহের অঙ্গীকারনামাও সম্পাদিত হয়েছে। বাদির জিম্মায় জামিন মঞ্জুর হলে তিনি আপত্তি করবেন না। জামিনের পর তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।

এর আগে ১৮ জুন আদালত উভয় পক্ষের সম্মতিতে তাদের বিবাহ সম্পন্ন করে আদালতকে অবহিত করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার।

গত ১৯ মে রাত ২টার দিকে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২০ মে তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ইডেন মহিলা কলেজে অধ্যয়নকালে বাদি মোহাম্মদপুরের একটি ভাড়া বাসায় থাকতেন। ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে গায়ক নোবেলের পরিচয় হয়। পরবর্তীতে ফোনালাপের মাধ্যমে দুজনের সম্পর্ক ঘনিষ্ঠ হয়।

২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল বাদিকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার বাসায় নিয়ে যান। পরে তিনি ওই বাসা থেকে চলে যেতে চাইলে, অজ্ঞাতনামা ২-৩ জনের সহায়তায় তাকে একটি রুমে আটকে রেখে ধর্ষণ করেন এবং সেই দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করেন নোবেল।

পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে বাসায় থাকতে বাধ্য করেন। একপর্যায়ে তাকে সিঁড়ি দিয়ে টেনে-হিঁচড়ে আরেকটি কক্ষে নিয়ে আটক করে রাখা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বাদির পরিবার মেয়েটিকে শনাক্ত করে।

বাদির বাবা-মা জাতীয় জরুরি সেবায় ফোন করে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করেন এবং নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত : মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক: সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ মো. ওসমান...

এমবিবিএস ভর্তির পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। রোববার...

হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা...

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

কর্পোরেট সংবাদ ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৮৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে...

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেওয়া হবে। এই প্রটোকলে রাজনৈতিক...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার...

এন্টারপ্রাইজ কানেক্টিভিটি ও ডিজিটাল সল্যুশনে পিটিসি-এক্সেনটেকের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

কর্পোরেট ডেস্ক: পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি (পিটিসি)-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে এক্সেনটেক পিএলসি। করপোরেট সার্ভিস, সিম-ভিত্তিক এন্টারপ্রাইজ সল্যুশন এবং ডিজিটাল সক্ষমতা...

গ্রাহক সন্তুষ্টির প্রত্যয় নিয়ে দেশের ১৬ অঞ্চলে ইউসিবির টাউনহল

কর্পোরেট ডেস্ক: একই দিনে, একই সময়—দেশের ১৬টি অঞ্চলে একসাথে টাউনহল। কোথাও ব্যাংকের চেয়ারম্যান, কোথাও ব্যবস্থাপনা পরিচালক, কোথাও এএমডি, ডিমডি কিংবা সিনিয়র কর্মকর্তারা। পুরো দেশের...