December 16, 2025 - 9:03 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনসম্মানসূচক অস্কার পাচ্ছেন টম ক্রুজ

সম্মানসূচক অস্কার পাচ্ছেন টম ক্রুজ

spot_img

বিনোদন ডেস্ক: চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এবারের গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানসূচক অস্কার পাচ্ছেন হলিউড তারকা টম ক্রুজ। তবে কেবল তিনি নয় এই তালিকায় আছেন আরও তিনজন। এরা হলেন খ্যাতিমান কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন এবং দক্ষ প্রোডাকশন ডিজাইনার উইন থমাস। পাশাপাশি সংগীতশিল্পী ও সমাজকর্মী ডলি পার্টনকে জিন হারশল্ট মানবিকতা পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ নভেম্বর, লস অ্যাঞ্জেলেসে। একাডেমির প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেন, এই চারজন কিংবদন্তি শিল্পী এমনভাবে চলচ্চিত্র জগতে ছাপ রেখে গেছেন যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ডেবি অ্যালেন তার নৃত্য ও অভিনয় দিয়ে প্রজন্মকে মুগ্ধ করেছেন, টম ক্রুজ প্রেক্ষাগৃহের সংস্কৃতি রক্ষায় সাহসী ভূমিকা রেখেছেন, ডলি পার্টন তার মানবিক কাজে অনন্য নজির স্থাপন করেছেন, আর উইন থমাস অসাধারণ নকশা-দক্ষতায় বহু সিনেমাকে জীবন্ত করে তুলেছেন।

টম ক্রুজ দীর্ঘ ক্যারিয়ারে যেমন নিজ হাতে স্টান্ট করেছেন, তেমনি প্রযোজক হিসেবেও অসাধারণ সাফল্য অর্জন করেছেন। কোভিড-পরবর্তী সময়ে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির মাধ্যমে দর্শককে হলে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। এই ছবিটি সেরা চলচ্চিত্র বিভাগে অস্কার মনোনয়নও পেয়েছিল। তিনবার অস্কারে মনোনীত ক্রুজের আলোচিত ছবির তালিকায় রয়েছে—‘জেরি ম্যাগুয়ের’, ‘ম্যাগনোলিয়া’, ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’, ‘আ ফিউ গুড মেন’, ‘ভ্যানিলা স্কাই’ ও ‘মিশন ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজি।

অন্যদিকে, নৃত্য, অভিনয় ও প্রযোজনার জগতে সমান দক্ষতা দেখিয়ে আসছেন ডেবি অ্যালেন। সাতবার একাডেমি অ্যাওয়ার্ডসের কোরিওগ্রাফি করেছেন তিনি। কাজ করেছেন ‘ফরগেট প্যারিস’, ‘আ জ্যাজম্যানস ব্লুজ’ ও ‘দ্য সিক্স ট্রিপল এইট’-এর মতো ছবিতে। পাশাপাশি অভিনয়ে ‘ফেম’ ও ‘র‍্যাগটাইম’-এ তার পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।

এছাড়াও উইন থমাস চলচ্চিত্রের প্রোডাকশন ডিজাইনের ক্ষেত্রে পথপ্রদর্শক হিসেবে বিবেচিত। স্পাইক লির ‘ডু দ্য রাইট থিং’, ‘ম্যালকম এক্স’, ‘ডা ফাইভ ব্লাডস’-এর মতো ছবিতে তার কাজ পেয়েছে সমালোচকদের প্রশংসা। এছাড়া ‘আ বিউটিফুল মাইন্ড’, ‘হিডেন ফিগারস’-এর মতো আন্তর্জাতিক সফল সিনেমার নেপথ্যেও ছিল তার মেধা।

অন্যদিকে জিন হারশল্ট মানবিকতা পুরস্কার পাচ্ছেন ডলি পার্টন। যিনি কেবল সংগীতেই নয়, সমাজসেবাতেও অগ্রগণ্য। ১০ কোটির বেশি অ্যালবাম বিক্রি এবং ৪৯টি স্টুডিও অ্যালবাম প্রকাশ ছাড়াও তিনি কাজ করেছেন ‘নাইন টু ফাইভ’ ও ‘স্টিল ম্যাগনোলিয়াস’-এর মতো সিনেমায়। ১৯৯৫ সালে শুরু হওয়া তার ‘ইমাজিনেশন লাইব্রেরি’ প্রকল্পের মাধ্যমে বিশ্বজুড়ে ২৮ কোটিরও বেশি বই শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...