December 14, 2025 - 2:02 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাপাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

spot_img

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ হারিসের দূরন্ত সেঞ্চুরিতে পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। এনিয়ে তৃতীয়বারের মত পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হলো টাইগাররা। ৪৬ বলে টি২০ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিসহ ১০৭ রানে অপরাজিত ছিলেন হারিস।

রোববার (২ জুন) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৩৭ ও ৫৭ রানে হেরেছিল টাইগাররা। তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের লজ্জা পেল লিটন দাসের দল। এর আগে ২০২০ সালে দুই ম্যাচের এবং ২০২১ সালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন। পাওয়ার প্লেতে ৭টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান পায় বাংলাদেশ।

অষ্টম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ২৭ বল খেলা পারভেজ। ১১তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে দলের রান ১শতে নেন পারভেজ। ঐ ওভারের চতুর্থ বলে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন পেসার ফাহিম আশরাফ। ৩টি করে চার-ছক্কায় ৩২ বলে ৪২ রান করা তানজিদকে শিকার করেন ফাহিম।

তানজিদ-পারভেজ উদ্বোধনী জুটিতে ৬৪ বলে ১১০ রান যোগ করেন। টি-টোয়েন্টি ইতিহাসে এ নিয়ে পঞ্চমবার উদ্বোধনী জুটিতে শতরান পেল বাংলাদেশ।

তানজিদ ফেরার পরের ওভারেই সাজঘরে ফিরেন পারভেজ। স্পিনার শাদাবের বলে ক্যাচ আউট হন ৭টি চার ও ৪টি ছক্কায় ৩৪ বলে ৬৬ রান করা পারভেজ।

দলীয় ১১৩ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশের রানের চাকা সচল রাখেন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেটে ৩২ বলে ৪৯ রানের জুটি হবার পর আউট হন লিটন। ২২ রান করেন তিনি।

এরপর হৃদয় ২৫, শামিম হোসেন ৮ ও মেহেদি হাসান মিরাজ ১ রানে আউট হলে বাংলাদেশের ২শ রান পাবার পথ কঠিন হয়ে যায়। শেষদিকে জাকের আলির ৯ বলে ১৫ এবং আগের ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান তানজিম হাসানের ৩ বলে ৮ রানের কল্যাণে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান করে পাকিস্তান। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান।

হাসান আলি ও আব্বাস আফ্রিদি ২টি করে উইকেট নেন।

জবাবে প্রথম ওভারেই পাকিস্তান শিবিরে আঘাত হানেন বাংলাদেশ স্পিনার মেহেদি হাসান মিরাজ। শাহিবজাদা ফারহানকে ১ রানে থামান মিরাজ।

দ্বিতীয় উইকেটে ৫৩ বলে ৯২ রানের জুটিতে পাকিস্তানের রান ১শতে নেন সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস। দশম ওভারে সাইমকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার তানজিম। ২টি চার ও ৪টি ছক্কায় ২৯ বলে ৪৫ রান করেন সাইম।

চার নম্বরে নেমে ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলে হাসান নাওয়াজ ফিরলে পাকিস্তানকে জয়ের পথে রাখেন হারিস। ৪৫ বলে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি।
হারিসের সেঞ্চুরির উপর ভর করে ১৬ বল বাকী থাকতে জয় নিশ্চিত হয় পাকিস্তানের। ৮টি চার ও ৭টি ছক্কায় ৪৬ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন হারিস। অন্যপ্রান্তে অপরাজিত ১৫ রান করেন অধিনায়ক সালমান আগা।

মিরাজ ২টি ও তানজিম ১টি করে উইকেট নেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস

সিরাজগঞ্জ প্রতিনিধি: আজ ১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী সিরাজগঞ্জ শহর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এর মধ্য...

বিপিএল মাতাতে আসছেন মঈন আলি

স্পোর্টস ডেস্ক: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ...

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতে জাতিসংঘের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর ভয়াবহ ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ হামলায় ছয়জন নিহত এবং আরও বেশ...

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: আইএসপিআর

কর্পোরেট সংবাদ ডেস্ক: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন। শনিবার (১৩...

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, আটক ১

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে র‌্যাব। এই ঘটনায়...

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

কর্পোরেট সংবাদ ডেস্ক: শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তারা দেশের...

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

কর্পোরেট সংবাদ ডেস্ক: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ...

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

কর্পোরেট সংবাদ ডেস্ক : সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহতের ঘটনায় শোক প্রকাশ...