January 12, 2026 - 10:35 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকপ্রাইভেটকারের ভেতরে মিললো একই পরিবারের ৭ জনের মরদেহ!

প্রাইভেটকারের ভেতরে মিললো একই পরিবারের ৭ জনের মরদেহ!

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হরিয়ানায় প্রাইভেটকারের ভেতরে বিষপানে তিন শিশুসহ সাতজনের আত্মহত্যার ঘটনার পেছনের কারণ জানা গেছে। মঙ্গলবার (২৭ মে) ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আর্থিক অনটনের কারণে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তারা।

এনডিটিভি বলছে, পরিবারটির কর্ণধার প্রবীণ মিত্তল প্রবল ঋণে জর্জরিত ছিলেন। তিনি তার চাচাতো ভাইকে বলেছিলেন, তার প্রায় ২০ কোটি রুপি ঋণ রয়েছে।

যদিও ঘটনাস্থল থেকে পুলিশ যে দুই পৃষ্ঠার সুইসাইড নোট পেয়েছে, সেখানেও তাদের আত্মহত্যার কারণ হিসেবে অত্যধিক ঋণের বিষয়টি উল্লেখ করেন প্রবীণ মিত্তল। তবে কত পরিমাণে ঋণ ছিল সেটি জানা গেলে তার চাচাতো ভাইয়ের মাধ্যমে।

এর আগে সোমবার (২৬ মে) রাতে প্রাইভেটকারের ভেতরে মিত্তল এবং তার পরিবার (বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং তিন ছোট সন্তান) বিষ খেয়ে একটি গণ-আত্মহত্যায় মারা যান। ঘটনাস্থল থেকে পাওয়া নোটে তিনি অনুরোধ করেছেন যে তার চাচাতো ভাই সন্দীপ আগরওয়াল যেন তাদের শেষকৃত্য সম্পন্ন করে। সন্দীপের সঙ্গে তিনি সর্বশেষ পাঁচ দিন আগে কথা বলেছিলেন।

প্রতিবেদনে বলা হয়, কয়েক বছর আগে, মিত্তল হিমাচল প্রদেশের বাদ্দিতে একটি স্ক্র্যাপ কারখানা স্থাপন করেছিলেন। ক্রমবর্ধমান ঋণের কারণে পরে ব্যাংক সেটি জব্দ করে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মিত্তল পঞ্চকুলা ছেড়ে দেরাদুনে চলে আসেন। সেখানে তিনি প্রায় ছয় বছর ধরে পরিবারের সাথে যোগাযোগের বাইরে ছিলেন।

পরে তিনি পাঞ্জাবের খারার এবং তারপর হরিয়ানার পিঞ্জোরে চলে যান। সেখানে তিনি তার শ্বশুরের সঙ্গে থাকতেন এবং প্রায় এক মাস আগে আবারও পঞ্চকুলায় ফিরে আসেন। এখানে তিনি ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করতেন।

ঘটনার দিন দেরাদুনের বাসিন্দা মিত্তল এবং তার পরিবার বাগেশ্বর ধামে একটি আধ্যাত্মিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ফেরার পথেই পরিবারটি বিষ খেয়ে আত্মহত্যা করে।

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন পাড়ার এক বাসিন্দা হাঁটতে বেরিয়েছিলেন। তিনি গাড়িটি থেমে থাকতে দেখেন এবং গাড়ির পাশে ফুটপাতে মিত্তলকে বসা অবস্থায় দেখেন।

তিনি বলেন, ‘আমি এবং আমার ভাই মিত্তলের কাছে গিয়ে তার অবস্থান জানতে চাইলাম। সে বলল, পরিবারটি বাগেশ্বর ধাম থেকে ফিরছিল। যেহেতু তারা কোনো হোটেল খুঁজে পায়নি, তাই তারা গাড়িতেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছে।’ লোকটি গাড়ির ভেতরে উঁকি মারল এবং যা দেখে তা ভয়াবহ ছিল। ছয়টি মৃতদেহ এবং একটি দুর্গন্ধযুক্ত গাড়ি।

স্থানীয়দের মধ্যে একজন জানায়, ‘আমি ছয়জনকে শুয়ে থাকতে দেখেছি। তারা একে অপরের ওপর বমি করছিল। গাড়ি থেকে বের হচ্ছিল দুর্গন্ধ। আমি লোকটিকে টেনে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম ব্যাপার কী? সে তখন জানালো যে পরিবারটি আত্মহত্যা করেছে। সেও আর পাঁচ মিনিটের মধ্যে মারা যাবে। লোকটি দাবি করেছে যে সে বিশাল ঋণের বোঝায় ডুবে আছে।’

পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সকলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার বিস্তারিত তদন্ত করছে পঞ্চকুলা পুলিশ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ইসলামী ব্যাংকের ২ দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ২ দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন-এর সমাপনী অনুষ্ঠান রবিবার (১১ জানুয়ারি) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে।...

ঝিনাইদহে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। মেলায় সদর...

‘২০২৫ গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি পেল নেক্সট বাংলাদেশ

কর্পোরেট ডেস্ক: আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘২০২৫ গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করেছে নেক্সট বাংলাদেশ, এবং এর গ্লোবাল শাখা নেক্সট শ্রীলঙ্কা ও নেক্সট মালয়েশিয়া। কর্মস্থলে...

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা সিভিল সার্জনের কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ পওয়া গেছে। এ ঘটনায় লিখিত পরীক্ষা বাতিল করে পুনরায়...

কোনোভাবেই ভারতের কাছে নতি স্বীকার করবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক : ভারতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই, তাই ভেন্যু পরিবর্তনের বিষয়ে নতি স্বীকার না করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া...

ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ইরান সংঘাত চায় না, তবে যেকোনো যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বিক্ষোভ দমনে সামরিক হস্তক্ষেপের হুমকি...

মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবিন চৌধুরী

কর্পোরেট সংবাদ ডেস্ক : হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সোমবার (১২ জানুয়ারি) ঢাকার নির্বাহী...

বিডি ল্যাম্পসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস পিএলসি পর্ষদ সভা আগামী ১৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আলোচিত...