December 6, 2025 - 9:04 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল

ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল

spot_img

স্পোর্টস ডেস্ক : ভারতের নতুন টেস্ট অধিনায়ক হলেন শুভমান গিল। সম্প্রতি টেস্ট থেকে রোহিত শর্মার অবসরে প্রথমবারের মত এই সংস্করণে নেতৃত্ব পেলেন ডান-হাতি ব্যাটার গিল।

আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন গিল। আসন্ন সিরিজে গিলের ডেপুটি হিসেবে থাকছেন ঋষভ পান্ত। ঐ সিরিজের জন্য ১৮ সদস্যের দলও ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ব্যাটার সাই সুদর্শন ও পেসার অর্শদিপ সিং। টিম ইন্ডিয়ার হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা আছে দু’জনেরই।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯ ম্যাচে ৭টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৫৫ গড়ে ১৯৫৭ রান করেছেন ৩টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলা সুদর্শন। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন পর্যন্ত সর্বোচ্চ ৬৩৮ রান তুলেছেন এই বাঁ-হাতি ব্যাটার।

ভারতের হয়ে ৯টি ওয়ানডের পাশাপাশি ৬৩টি টি-টোয়েন্টি খেলেছেন অর্শদীপ। প্রথম শ্রেণির ক্রিকেটে ২১ ম্যাচে ৬৬ উইকেট আছে তার।

দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন ব্যাটার করুন নায়ার ও পেসার শারদুল ঠাকুর। ২০১৭ সালের মার্চে ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন করুন। ৬ টেস্টে ১টি ট্রিপল সেঞ্চুরিতে ৩৭৪ রান করেছেন তিনি। ২০১৬ সালে ক্যারিয়ারের তৃতীয় টেস্টে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৩০৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন এই ডান-হাতি ব্যাটার। এরপর তিন টেস্টের চার ইনিংসে ৫৪ রান করে দল থেকে বাদ পড়েন করুন।

দেশের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন শারদুল। এরমধ্যে ১১ টেস্টে ৩১ উইকেট ও ৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৩১ রান করেছেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বরে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন শারদুল।

ব্যাটিং বিভাগে সুদর্শন-করুনের সাথে থাকছেন গিল, পান্ত, যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, অভিমন্যু ঈশ্বরণ এবং ধ্রুব জুরেল। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে জুরেলকে।

ইংল্যান্ড সফরে ভারতের পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন দলের সেরা পেসার জসপ্রিত বুমরাহ। পেস আক্রমণে আরও আছেন মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং অর্শদীপ। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন কুলদীপ যাদব।

শারদুলকে নিয়ে দলে আছেন মোট চারজন অলরাউন্ডার। অন্যরা হলেন- রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডি।

ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট দিয়ে ২০২৫-২৭ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে ভারত। ২০ জুন হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হবে। এরপর ১০ জুলাই লর্ডসে তৃতীয় টেস্ট, ২৩ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ এবং ৩১ জুলাই থেকে দ্য ওভালে পঞ্চম ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল। এর আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে চার দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে জাতীয় দল।

ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট দল : শুভমান গিল (অধিনায়ক), ঋসভ পান্ত (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক), যশ্বসী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমান্যু ইশ্বরন, করুন নায়ার, নিতিশ কুমার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আকাশ দিপ, অর্শদিপ সিং, কুলদীপ যাদব।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...