January 14, 2026 - 4:59 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল

ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল

spot_img

স্পোর্টস ডেস্ক : ভারতের নতুন টেস্ট অধিনায়ক হলেন শুভমান গিল। সম্প্রতি টেস্ট থেকে রোহিত শর্মার অবসরে প্রথমবারের মত এই সংস্করণে নেতৃত্ব পেলেন ডান-হাতি ব্যাটার গিল।

আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন গিল। আসন্ন সিরিজে গিলের ডেপুটি হিসেবে থাকছেন ঋষভ পান্ত। ঐ সিরিজের জন্য ১৮ সদস্যের দলও ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ব্যাটার সাই সুদর্শন ও পেসার অর্শদিপ সিং। টিম ইন্ডিয়ার হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা আছে দু’জনেরই।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯ ম্যাচে ৭টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৫৫ গড়ে ১৯৫৭ রান করেছেন ৩টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলা সুদর্শন। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন পর্যন্ত সর্বোচ্চ ৬৩৮ রান তুলেছেন এই বাঁ-হাতি ব্যাটার।

ভারতের হয়ে ৯টি ওয়ানডের পাশাপাশি ৬৩টি টি-টোয়েন্টি খেলেছেন অর্শদীপ। প্রথম শ্রেণির ক্রিকেটে ২১ ম্যাচে ৬৬ উইকেট আছে তার।

দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন ব্যাটার করুন নায়ার ও পেসার শারদুল ঠাকুর। ২০১৭ সালের মার্চে ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন করুন। ৬ টেস্টে ১টি ট্রিপল সেঞ্চুরিতে ৩৭৪ রান করেছেন তিনি। ২০১৬ সালে ক্যারিয়ারের তৃতীয় টেস্টে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৩০৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন এই ডান-হাতি ব্যাটার। এরপর তিন টেস্টের চার ইনিংসে ৫৪ রান করে দল থেকে বাদ পড়েন করুন।

দেশের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন শারদুল। এরমধ্যে ১১ টেস্টে ৩১ উইকেট ও ৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৩১ রান করেছেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বরে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন শারদুল।

ব্যাটিং বিভাগে সুদর্শন-করুনের সাথে থাকছেন গিল, পান্ত, যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, অভিমন্যু ঈশ্বরণ এবং ধ্রুব জুরেল। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে জুরেলকে।

ইংল্যান্ড সফরে ভারতের পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন দলের সেরা পেসার জসপ্রিত বুমরাহ। পেস আক্রমণে আরও আছেন মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং অর্শদীপ। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন কুলদীপ যাদব।

শারদুলকে নিয়ে দলে আছেন মোট চারজন অলরাউন্ডার। অন্যরা হলেন- রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডি।

ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট দিয়ে ২০২৫-২৭ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে ভারত। ২০ জুন হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হবে। এরপর ১০ জুলাই লর্ডসে তৃতীয় টেস্ট, ২৩ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ এবং ৩১ জুলাই থেকে দ্য ওভালে পঞ্চম ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল। এর আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে চার দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে জাতীয় দল।

ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট দল : শুভমান গিল (অধিনায়ক), ঋসভ পান্ত (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক), যশ্বসী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমান্যু ইশ্বরন, করুন নায়ার, নিতিশ কুমার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আকাশ দিপ, অর্শদিপ সিং, কুলদীপ যাদব।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...