December 6, 2025 - 5:01 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যসিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত চাহিদার দ্বিগুণ গবাদিপশু

সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত চাহিদার দ্বিগুণ গবাদিপশু

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জ জেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় ৬ লাখ ৫৫ হাজার ৯০৪টি গবাদিপশু। অথচ জেলার চাহিদা প্রায় ২ লাখ ৫৯ হাজার ২৪১টি। ফলে বাকি ৩ লাখ ৯৬ হাজার ৬৬৩টি পশু দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক সবুজ জানান, জেলার নয়টি উপজেলায় প্রস্তুতকৃত পশুর মধ্যে রয়েছে ১ লাখ ৮৪ হাজার ৮০০টি ষাঁড়, বলদ ও গাভি; প্রায় ৪ লাখ ছাগল; ৩ হাজার ৮৭৫টি মহিষ এবং ৬৭ হাজার ৩০৩টি ভেড়া। চরাঞ্চলে প্রাকৃতিক ঘাস উৎপাদনের সুবিধায় এসব এলাকায় প্রাকৃতিক উপায়ে পশু পালন হয়ে থাকে, যা অন্যান্য অঞ্চলে বেশ চাহিদা পায়।

খামারিরা জানাচ্ছেন, এ বছর গো-খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। প্রতি বস্তা খাদ্যের দাম ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। এরপরও লাভের আশায় দিনরাত পরিশ্রম করে দেশীয় পদ্ধতিতে ষাঁড় মোটাতাজাকরণে ব্যস্ত রয়েছেন তারা।

তবে ভারতীয় গরু কোরবানির হাটে অবাধে প্রবেশ করলে দেশীয় খামারিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন। পাশাপাশি পশু পরিবহনের সময় চাঁদাবাজি, ডাকাতি ও হয়রানির ভয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

শাহজাদপুরের খামারি মুন্সী আবুল কালাম আজাদ জানান, “যমুনা নদী পথে পশু পরিবহনের সময় মাঝপথে জোরপূর্বক নৌকা থামিয়ে পশু নামাতে বাধ্য করা হয়, এতে অর্থনৈতিক ক্ষতি হয়।”

সিরাজগঞ্জ সদর উপজেলার খামারি শিশির আহমেদ, আনোয়ার হোসেন ও মজিবর শেখ অভিযোগ করেন, “আমাদের পশুবাহী ট্রাক বা নছিমন-করিমন মহাসড়কে চলাচলের সময় বিভিন্ন পয়েন্টে ডাকাতি ও চাঁদাবাজির শিকার হতে হয়।”

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, “গত রোজার ঈদে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবারও যাতে চাঁদাবাজি বা ডাকাতির মতো অপরাধ না ঘটে, সে লক্ষ্যে একাধিক টিম সড়কে দায়িত্ব পালন করবে।”

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, কোরবানির পশুবাহী যানবাহন ও হাটকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ প্রস্তুত রয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় জানান, “জেলায় অনুমোদিত পশুর হাট ছাড়া অন্য কোথাও অস্থায়ী হাট বসানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও তিনি জানান।”

খামারিদের দাবি, ঈদের এই সময়টিতে উৎপাদনের পরিশ্রমের সঠিক মূল্য ও নিরাপদ পরিবহন নিশ্চিত করা গেলে গো-খামার শিল্প আরও এগিয়ে যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...