October 18, 2024 - 12:46 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশিক্ষা-সাহিত্য-সংস্কৃতি‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২৩’ পেলেন যারা

‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২৩’ পেলেন যারা

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলা কথাসাহিত্যের ইতিহাস খুব বেশি পুরোনো নয়। ১২৮০ বঙ্গাব্দের (১৮৭৩ খ্রিষ্টাব্দ) জ্যৈষ্ঠ সংখ্যায় ‘বঙ্গদর্শন’ পত্রিকায় বঙ্কিম সহোদর পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘মধুমতী’ গল্প দিয়েই বাংলা গল্পের যাত্রা শুরু।

অন্যদিকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্রের ‘আলালের ঘরের দুলাল’ (১৮৫৭)। তবে উপন্যাসে নবযুগের সূত্রপাত ঘটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দুর্গেশনন্দিনী’ (১৮৬৫) প্রকাশের মধ্য দিয়ে।…বাংলাদেশের কথাসাহিত্যের প্রসঙ্গে বলা যায়, পঞ্চাশের দশকে কথাসাহিত্য হয়ে ওঠে মৃত্তিকাস্পর্শী ও জাতিসত্তার শিকড়সন্ধানী। ষাট দশকে এদেশের কথাসাহিত্যে সূচিত হয় নতুন স্রোত। আর্থ-সামাজিক-রাজনৈতিক কল্লোল আর সংঘাতের পটে রচিত হয় গল্প-উপন্যাস। স্বাধীনতা-পরবর্তী সময়ে কথাসাহিত্যে লক্ষ করা যায় নতুন নতুন নিরীক্ষা আর বাঁক।

২০১৫ সালে প্রবর্তিত হয় ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’। উদ্দেশ্য দেশের প্রবীণ এবং নবীন এই দুই শ্রেণির কথাসাহিত্যিকদেরই অনুপ্রাণিত করা।

এই বছর এ পুরস্কার পেয়েছেন দুজন লেখক সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য খ্যাতিমান কথাশিল্পী ইমদাদুল হক মিলন এবং নবীন সাহিত্যশ্রেণিতে (অনূর্ধ্ব চল্লিশ বছর বয়স্ক লেখক) মাহবুব ময়ূখ রিশাদ । তাঁরা পুরস্কার হিসেবে পাবেন যথাক্রমে পাঁচ লাখ এবং এক লাখ টাকা। এছাড়া প্রদান করা হবে ক্রেস্ট, উত্তরীয় এবং সার্টিফিকেট।

উল্লেখ্য, ২০১৫ সালে এই দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিলেন যথাক্রমে শওকত আলী এবং সাদিয়া মাহ্জাবীন ইমাম। ২০১৬ সালে পুরস্কৃত হয়েছিলেন হাসান আজিজুল হক এবং স্বকৃত নোমান। ২০১৭ সালে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছিল জ্যোতিপ্রকাশ দত্ত এবং মোজাফ্ফর হোসেনের হাতে। ২০১৮ সালে পুরস্কৃত হয়েছিলেন রিজিয়া রহমান এবং ফাতিমা রুমি। ২০১৯ সালে পুরস্কার পেয়েছেন রাবেয়া খাতুন ও সাদাত হোসাইন। ২০২০ সালে পুরস্কৃত হয়েছেন হাসনাত আবদুল হাই ও নাহিদা নাহিদ। ২০২১ সালে পুরস্কার পেয়েছেন সেলিনা হোসেন ও ফাতেমা আবেদীন। ২০২২ সালে পুরস্কৃত হয়েছেন আনোয়ারা সৈয়দ হক ও মৌরি মরিয়ম।

ইমদাদুল হক মিলন
সাহিত্যের জমিন আঁকড়ে ধরে রেখেছেন তিনি। তাঁর এই গুণের জন্য বাংলা কথাসাহিত্যের আকাশে আমরা দেখতে পাই জ্বলজ্বলে একটি নামÑইমদাদুল হক মিলন। তাঁর কথাসাহিত্য দুটি ধারায় প্রবাহিত। একদিকে জনমনোরঞ্জনের জন্য তিনি লিখেছেন, অন্যদিকে নান্দনিক দ্যুতি ছড়িয়েছেন কথাসাহিত্যে।
তাঁর জন্ম ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর, বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে, নানাবাড়িতে। বাবা গিয়াসুদ্দিন খান। মা আনোয়ারা বেগম।

ইমদাদুল হক মিলনের লেখা প্রথম গল্প ‘বন্ধু’। এটি ‘পূর্বদেশ’ পত্রিকার ছোটদের পাতা ‘চাঁদের হাট’-এ ১৯৭৩ সালে ছাপা হয়েছিল। প্রথম প্রকাশিত গ্রন্থ গল্প সংকলন ‘ভালোবাসার গল্প’। প্রথম উপন্যাস ‘যাবজ্জীবন’।
উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছেÑ উপন্যাস : অধিবাস, পরাধীনতা, কালাকাল, বাঁকাজল, পরবাস, কালোঘোড়া, বনমানুষ, ভূমিপুত্র, নদী উপাখ্যান, পর। তবে তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে ‘নূরজাহান’। আত্মজৈবনিক উপন্যাস ‘এমন জনম’-ও সবিশেষ উল্লেখযোগ্য।

গল্পকার হিসেবে ইমদাদুল হক মিলন সাধারণ পাঠকদের কাছে এখনো অনাবিষ্কৃত। উল্লেখযোগ্য গল্পগ্রন্থ : নিরন্নের কাল, জোছনারাতে তিনটি মেয়ে, গল্পসমগ্র-১, গল্পসমগ্র-২।

‘ভূতের নাম রমাকান্ত কামার’, ‘সাত কিশোরের অভিযান’সহ তিনি ছোটদের জন্যও কয়েকটি চমৎকার বই লিখেছেন। একজন নাট্যকার হিসেবেও ইমদাদুল হক মিলন সুপরিচিত। এছাড়া টকশো’র উপস্থাপক হিসেবেও ছোটপর্দায় ইমদাদুল হক মিলন একজন সুপরিচিত মুখ।

বাংলা সাহিত্যে তাৎপর্যপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ইমদাদুল হক মিলন পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা। পেয়েছেন একুশে পদক (২০১৯) এবং ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার আইআইপিএম সুরমা চৌধুরী ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। এবার কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য অর্জন করলেন ‘এক্সিম ব্যাংক অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২৩’।

মাহবুব ময়ূখ রিশাদ
এই সময়ের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ লেখক মাহবুব ময়ূখ রিশাদ। তাঁর লেখায় ফুটে ওঠে নাগরিক জীবন, সেই জীবনের একাকিত্ব। তবে সেই গল্পের প্রেক্ষাপটে মাঝে মাঝে ব্যবহার করেন জাদুবাস্তবতার উপাদান।

তাঁর জন্ম ৩০ জুন ১৯৮৮ সালে, ময়মনসিংহ মেডিকেল কলেজে, নানাবাড়ির কাছে। বাবা প্রথিতযশা মনোচিকিৎসক ও কথাসাহিত্যিক মোহিত কামাল। মা মাহফুজা আখতার।

মাহবুব ময়ূখ রিশাদের কৈশোর কেটেছে ময়মনসিংহের অলিগলিতে। সেই সময়টার প্রতি তাঁর রয়েছে প্রবল ভালোবাসা। তিনি অর্জন করেছেন ইন্টার্নাল মেডিসিনের সর্বোচ্চ ডিগ্রি এফসিপিএস।

লেখক হিসেবে মাহবুব ময়ূখ রিশাদের যাত্রা শুরু হয় ২০০৫ সালে, একটি ছোটগল্পের মাধ্যমে। গল্পটির নাম ছিল ‘পাপমুক্তি’।

প্রথম বই টিন এজ প্রেমের উপন্যাস ‘আকাশ ভরা নীল কষ্ট’ প্রকাশিত হয় ২০০৮ সালে। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছেÑগল্পগ্রন্থ : সন্ধ্যাকালীন ট্রেনে গোপন যাতায়াত (২০১৪); নির্জনতার জ্যামিতিক বিষণœতায় (২০১৫); দিকশূন্যপুর (২০১৬); ক্রুশপথে নিখোঁজ গল্প (২০১৭); তর্কশয্যায় মৃত্যু (২০১৯)। আলোচিত উপন্যাস ‘আরিমাতানো’ (২০২০)।

‘রাইরিন্তার শেষ উপহার’ গল্পগ্রন্থের জন্য নবীন সাহিত্যশ্রেণিতে ‘এক্সিম ব্যাংক অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২৩’ অর্জন করলেন মাহবুব ময়ূখ রিশাদ।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

ক্যান্টন ফেয়ারে বৈশ্বিক ক্রেতাদের নজর কাড়ছে ওয়ালটনের এআই, আইওটি বেজড স্মার্ট পণ্য

কর্পোরেট ডেস্ক: চীনের গুয়াংজু শহরে চলছে বিশ্বের অন্যতম মেগা ট্রেড শো ‘চায়না আমদানি ও রপ্তানি মেলা’; যা ক্যান্টন ফেয়ার নামে পরিচিত। বিশ্বের প্রায় প্রতিটি...

রাষ্ট্র সংস্কারে আরও ৪ কমিশন গঠন

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাষ্ট্র সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে আরও চারটি সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস...

ভারতের লজ্জার রেকর্ড, ঘরের মাঠে ৪৬ রানে অলআউট

স্পোর্টস ডেস্ক : উপমহাদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন রানে অলআউট হবার লজ্জার রেকর্ড গড়লো ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম...

সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় নাগরিকসহ আটক ৫

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: গত ৪৮ ঘন্টায় সাতক্ষীরায় বিজিবি-৩৩ ব্যাটালিয়নের পৃথক অভিযানে একজন ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। গত মঙ্গলবার সকাল ৮ টা...

নোয়াখালীতে বন্দোবস্তের পাঁচগুণ জায়গা অবৈধভাবে দখল

নোয়াখালী প্রতিনিধি: চান্দিনা ভিটি বন্দোবস্ত নিয়ে দোকানঘর নির্মাণ, পরবর্তীতে বন্দোবস্তের চার থেকে পাঁচগুণ জায়গা অবৈধভাবে দখলে নিয়ে বিল্ডিং কোড না মেনেই গড়ে তোলা হচ্ছে...

ন্যাশনাল টি’র চাঁদা গ্রহণের সময় বাড়ানো সহ অনিয়ম তদন্তে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের পরিশোধিত মূলধন বাড়াতে চাঁদা উত্তোলনের সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর করেছে নিয়ন্ত্রক সংস্থা...

হাইকোর্টে ৫৪টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি

কর্পোরেট সংবাদ ডেস্ক : অবকাশকালীন ছুটি শেষে আগামী ২০ অক্টোবর থেকে বিচার কাজ পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫৪টি হাইকোর্ট বেঞ্চ গঠন করেছেন...

মার্সেল পণ্য কিনে গাড়ি ফ্রি পাওয়ার সুযোগ

কর্পোরেট ডেস্ক: দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ শুরু করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। এই সিজনে মার্সেল ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান...