December 14, 2025 - 7:42 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল

spot_img

স্পোর্টস ডেস্ক : রোববার (২৭ এপ্রির) ৩৪তম রাউন্ডে এসে টটেনহ্যাম হটস্পারকে ঘরের মাঠে ৫-১ গোলের বন্যায় ভাসিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়ে গেলো লিভারপুল। এনিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে রেকর্ড স্পর্শকারী ২০তম লিগ শিরোপা ঘরে তুললো অল রেডসরা।

আর্নে স্লটের দল ম্যাচের শুরুতে গোল হজম করলেও তাতে মোটেই বিচলিত হয়নি। ৬০ হাজার স্বাগতিক সমর্থকদের উল্লাসে ভাসিয়ে ঠিকই দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্লট বাহিনী। ম্যাচ শেষে পুরো এ্যানফিল্ড পরিনত হয়েছিল লাল সাগরে।

লিগের বাকি ম্যাচগুলোতে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পক্ষে আর লিভারপুলকে ধরা সম্ভব নয়। প্রিমিয়ার লিগ যুগে এনিয়ে এটি লিভারপুলের দ্বিতীয় শিরোপা। তবে ১৯৯০ সালের পর এ্যানফিল্ডে হাজার হাজার সমর্থকদের সামনে শিরোপা জয় এটিই প্রথম। ২০২০ সালে করোনা মহামারীর কারনে দর্শকশুন্য স্টেডিয়ামে তাদের শিরোপা নিশ্চিত হয়েছিল।

ইংলিশ ফুটবলে এটাই স্লটের প্রথম মৌসুম। আর প্রথমবারই এত বড় সাফল্য, এ যেন রূপকথার গল্পের স্বপ্নের বাস্তবায়ন। জার্গেন ক্লপ নয় বছরের সফল মেয়াদে যা কিছু রেখে গেছেন সেই ধারাবাহিকতায় স্লট যেন নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। ম্যাচ শেষে উচ্ছসিত স্লট বলেছেন, ‘প্রায় পুরো মৌসুমই আমরা টেবিলের শীর্ষে ছিলাম। এই দলের শিরোপা জয় করা ছাড়া উপায় ছিলনা। আমরা সবাই জানি প্রিমিয়ার লিগে খেলা কতটা কঠিন। কিন্তু শিরোপা জয়ে সবসময়ই নিজেদের উপর আস্থা ছিল। মৌসুম শুরুর সময় আমরা শীর্ষ চারে থাকাতেই সন্তুষ্ট ছিলাম। কিন্তু যে মানের খেলোয়াড়রা আমার দলে রয়েছে তাতে শুধুমাত্র শীর্ষ চারে থাকা মোটেই যৌক্তিক নয়। পুরো মৌসুমেই তারা সেটা প্রমান করেছে।’

সমর্থকদের উচ্চস্বরের সুরের মূর্ছনায় পুরো স্টেডিয়াম জুড়ে যখন ক্লাব সঙ্গীত ‘তুমি কখনো একা হাঁটবে না’ শোনা যাচ্ছিল, তখন মনে হয়েছে এমন পরিবেশ যেন শুধুমাত্র এই ক্লাবটিকেই মানায়।

যদিও ১২ মিনিটে ডোমিনিক সোলাঙ্কে যখন গোল করে টটেনহ্যামকে এগিয়ে দিয়েছিলেন তখন কিছু সময়ের জন্য পুরো এ্যানফিল্ড নিস্তব্ধ হয়ে গিয়েছিল। মাঠে অবশ্য তার রেশ পড়তে দেয়নি সালাহ, গাকপো, দিয়াজরা। ১৬ মিনিটেই লুইস দিয়াজ স্বাগতিকদের সমতায় ফেরান। এরপর আর লিভারপুলকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার। ৩৪ মিনিটে কোডি গাকপোর গোলে ব্যবধান ৩-১ হলে লিভারপুলের জয় সময়ের ব্যপার হয়ে দাঁড়ায়।

বিরতির পর ক্লাবের শীর্ষ গোলদাতা মোহাম্মদ সালাহ প্রথম গোলের যোগানদাতা ডোমিনিক সোবোজলাইয়ের পাস থেকে কোনাকুনি শটে বল জালে জড়ান। গোল করেই দৌড়ে গ্যালারির কাছে গিয়ে ভক্তের ফোন নিয়ে সবার সাথে সেলফি তুলে উদযাপন করেছেন মিশরীয় এই তারকা। ম্যাচ শেষের ২১ মিনিট আগে স্পার্স ডিফেন্ডার ডেসটিনি উদোগির আত্মঘাতি গোলে লিভারপুলের জয়ের ব্যবধান বেড়েছে।

এই জয়ে ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে আর্সেনালের থেকে ১৫ পয়েন্ট এগিয়ে লিগ শিরোপা ঘরে তুলেছে লিভারপুল। অন্যদিকে মৌসুমের ১৯তম পরাজয়ে টটেনহ্যাম টেবিলের ১৬তম স্থানে নেমে গেছে। এর ফলে কোচ আনগে পোস্তেকোগ্লুর উপর চাপ আরো বাড়লো।

অথচ মৌসুমের শুরুতে পেপ গার্দিওলার দল টানা পঞ্চম বারের মত শিরোপা জয়ের পথে সুস্পষ্ট ফেবারিট ছিল। আগের চার মৌসুমে সিটিজেনরা যেভাবে দাপট দেখিয়েছে তার ধারেকাছে এবার তারা ছিলনা। গত দুই আসরের মতই আর্সেনাল এবারও শিরোপা জয়ের অন্যতম দাবীদার হয়ে উঠলেও শেষের দিকে বেশ কয়েকটি ড্রয়ে স্লটের দলের কাছে আর পেরে উঠেনি।

স্লটের নতুন কৌশলের সাথে মানিয়ে উঠতে শুরুতে খেলোয়াড়দের কিছুটা সময় লাগলেও সময়ের সাথে সাথে সেই সমস্যাও দুর হয়ে যায়। তবে দলের তিন তারকা মোহাম্মদ সালাহ, অধিনায়ক ভার্জিল ফন ডাইক ও ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের ভবিষ্যত নিয়ে স্লট বেশ বেকায়দায় পড়েছিলেন। তবে শেষ পর্যন্ত সালাহ ও ফন ডাইক দুই বছরের জন্য চুক্তি নবায়ন করতে পারলেও ইংলিশ ডিফেন্ডার আলেক্সান্দার আর্নল্ডের সাথে রিয়াল মাদ্রিদের যোগাযোগের গুঞ্জন রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত : মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক: সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ মো. ওসমান...

এমবিবিএস ভর্তির পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। রোববার...

হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা...

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

কর্পোরেট সংবাদ ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৮৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে...

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেওয়া হবে। এই প্রটোকলে রাজনৈতিক...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার...

এন্টারপ্রাইজ কানেক্টিভিটি ও ডিজিটাল সল্যুশনে পিটিসি-এক্সেনটেকের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

কর্পোরেট ডেস্ক: পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি (পিটিসি)-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে এক্সেনটেক পিএলসি। করপোরেট সার্ভিস, সিম-ভিত্তিক এন্টারপ্রাইজ সল্যুশন এবং ডিজিটাল সক্ষমতা...

গ্রাহক সন্তুষ্টির প্রত্যয় নিয়ে দেশের ১৬ অঞ্চলে ইউসিবির টাউনহল

কর্পোরেট ডেস্ক: একই দিনে, একই সময়—দেশের ১৬টি অঞ্চলে একসাথে টাউনহল। কোথাও ব্যাংকের চেয়ারম্যান, কোথাও ব্যবস্থাপনা পরিচালক, কোথাও এএমডি, ডিমডি কিংবা সিনিয়র কর্মকর্তারা। পুরো দেশের...