January 14, 2026 - 9:51 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে টেস্ট হারলো বাংলাদেশ

ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে টেস্ট হারলো বাংলাদেশ

spot_img

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ সাত বছর পর জিম্বাবুয়ের কাছে টেস্ট হারল বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরেছে টাইগাররা। সর্বশেষ ২০১৮ সালের ৩ নভেম্বর সিলেটে জিম্বাবুয়ের কাছে ১৫১ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয়ে জিম্বাবুয়েকে ১৭৪ রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশ। জবাবে ৭ উইকেটে ১৭৪ রান তুলে জয়ী হয় জিম্বাবুয়ে। ৪ বছর পর টেস্টে জয়ের দেখা পেল জিম্বাবুয়ে। সর্বশেষ ২০২১ সালের মার্চে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে জিতেছিল জিম্বাবুয়ে। এরপর চার বছরে ১০ টেস্টের আটটিতে হার ও দু’টিতে ড্র করে জিম্বাবুয়ে।

বৃষ্টির কারণে ১ ঘন্টা ১৫ মিনিট দেরিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শুরু হয়। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৪ রান করেছিল বাংলাদেশ। ৬ উইকেট হাতে নিয়ে ১১২ রানে এগিয়ে ছিল টাইগাররা।

চতুর্থ দিনের দ্বিতীয় বলে আউট হন ৬০ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পেসার ব্লেসিং মুজারাবানির বলে পুল করতে গিয়ে ফাইন লেগে ভিক্টর নিয়ুচির হাতে ক্যাচ তুলে দেন টাইগার দলনেতা। ৭টি চারে ১০৫ বলে ৬০ রান করেন তিনি। জাকের আলির সাথে ৩৯ রান যোগ করেন শান্ত।

নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেই ১টি করে চার-ছক্কায় ভালো কিছুর ইঙ্গিত দেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। মুজারাবানির বলে গালিতে ব্রায়ান বেনেটকে ক্যাচ দেন মিরাজ।

১৬ বলে ১১ রান করা মিরাজকে শিকার করে ক্যারিয়ারের ১১তম টেস্টে তৃতীয়বারের মত ইনিংসে পাঁচ উইকেট পেলেন মুজারাবানি।

এরপর ক্রিজে এসে মাত্র ৩ বল খেলে ১ রানে সাজঘরে ফিরেন তাইজুল ইসলাম। রিচার্ড এনগারাভারের বলে উইকেটের পিছনে ক্যাচ তুলে দেন তাইজুল। ২১৩ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।

উইকেট পতন ঠেকিয়ে অষ্টম উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন জাকের ও হাসান মাহমুদ। দলের লিড দেড়শ পার করেন তারা। এসময় ১০৬ বলে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ টেস্টে চতুর্থ হাফ-সেঞ্চুরির দেখা পান জাকের। প্রথম বাংলাদেশি হিসেবে ক্যারিয়ারের প্রথম চার টেস্টেই হাফ-সেঞ্চুরি করলেন জাকের।

দলীয় রান আড়াইশ হবার আগে ভাঙ্গে জাকের-হাসান জুটি। স্পিনার ওয়েলিংটন মাসাকাদজার বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দেন হাসান। ২ চারে ৫৮ বলে ১২ রান করেন তিনি। জাকের-হাসান ৩৫ রান যোগ করেন।

হাসানের বিদায়ে ক্রিজে এসে প্রথম বলেই আউট হন খালেদ আহমেদ। শেষ উইকেটে নাহিদ রানার সাথে ৭ রানের বেশি যোগ করতে পারেননি জাকের। শেষ ব্যাটার হিসেবে আউট হবার আগে ৪টি চার ও ১টি ছক্কায় ১১১ বলে ৫৮ রান করেন জাকের। ২৫৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ দিন বাকী ৬ উইকেটে ৬১ রান যোগ করে টাইগাররা।

জিম্বাবুয়ের পেসার মুজারাবানি ৭২ রানে ৬ উইকেট নেন। ১১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন মুজারাবানি।

জয়ের জন্য ১৭৪ রানের টার্গেটে খেলতে নেমে দারুণ সূচনা করেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান। ১২৬ বলে ৯৫ রান যোগ করেন তারা।

২১তম ওভারের শেষ বলে কারানকে শিকার করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন মিরাজ। ৭টি চারে ৪৪ রান করেন কারান।

কারানের বিদায়ে ম্যাচে ফেরার পথ পায় বাংলাদেশ। ১৬ রানের ব্যবধানে জিম্বাবুয়ের ৩ উইকেটের শিকার করে টাইগাররা। নিক ওয়েলচকে ১০ রানে তাইজুল, সিন উইলিয়ামসেেক ৯ ও বেনেটকে ৫৪ রানে শিকার করেন মিরাজ। ১২৮ রানে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে।

কিছুক্ষণ পর জিম্বাবুয়ের চাপ আরও বাড়িয়ে লড়াইয়ে জয়ের সম্ভাবনা জাগান তাইজুল ও মিরাজ। অধিনায়ক ক্রেইগ আরভিনকে ১০ রানে তাইজুল এবং নিয়াশা মায়াভারোকে ১ রানে আউট করেন মিরাজ। ১৪৫ রানে জিম্বাবুয়ের ৬ উইকেট পতনে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ।

কিন্তু সপ্তম উইকেটে ওয়েলিংটন মাসাকাদজার সাথে ১৬ ও অষ্টম উইকেটে রিচার্ড এনগারাভাকে নিয়ে অবিচ্ছিন্ন ১৩ রান যোগ করে জিম্বাবুয়েকে দারুন জয় এনে দেন ওয়েসলি মাধভেরে। টেস্ট ক্রিকেটে ১৬২ রানের বেশি তাড়া করে প্রথম কোন টেস্ট জিতল জিম্বাবুয়ে। মাসাকাদজা ১২ রানে আউট হলেও মাধভেরে ৫৫ বলে ১৯ ও এনগারাভা ৪ রানে অপরাজিত ছিলেন।

মিরাজ ৫০ রানে নিয়েছেন ৫ উইকেট। প্রথম ইনিংসে ৫২ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচে ১০ উইকেট নিয়ে ৫২তম টেস্টে ২শ উইকেট পূর্ণ করলেন মিরাজ। দেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ২শ উইকেট নিলেন তিনি।

প্রথম ইনিংসে বাংলাদেশ ১৯১ ও জিম্বাবুয়ে ২৭৩ রান করেছিল। ১৯ টেস্টে মুখোমুখি হয়ে দু’দলের জয় এখন সমান ৮টি করে।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...