কর্পোরেট সংবাদ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে।
শনিবার (১২ এপ্রিল) ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারিকৃত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাকে এই পদে রাখা হবে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। গত বছরের ১ সেপ্টেম্বর ডিবি প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
সম্প্রতি আলোচিত এক ঘটনায় ডিবির ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। মডেল মেঘনা আলমকে আটক করে ডিবি পুলিশ, পরে বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এই গ্রেপ্তার প্রক্রিয়াটি সঠিক ছিল না বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি রোবিবার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বলেন, মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়ায় আইনের সঠিক প্রয়োগ হয়নি।