April 29, 2025 - 9:20 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতজামিনে মুক্ত সাবেক এমপি আজিজকে মারধর করে থানায় সোপর্দ

জামিনে মুক্ত সাবেক এমপি আজিজকে মারধর করে থানায় সোপর্দ

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: জামিনে মুক্ত হওয়া সাবেক এমপি আব্দুল আজিজকে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা ধরে মারধর করে থানায় সোপর্দ করেছে। তিনি সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক। তিনি চলতি বছরের ৩ ফেব্রুয়ারী রাজধানীর ঢাকার কলাবাগান এলাকা থেকে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন।

এরপর সিরাজগঞ্জ থানায় তাকে সোপর্দ করা হলে সিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশ তাকে সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের পিএনপি দলীয় সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে তিনি হাইকোর্ট থেকে জামিন পান।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে বের হওয়ার সময় কারা ফটকের সামনে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা তাকে ধরে টানাহেচড়া ও মারধর করে মোটরসাইকেলে তুলে নিয়ে সিরাজগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ও ব্যাপক ভাইরাল হয়।

ওই ভিডিওতে দেখা যায় ডা. আব্দুল আজিজের শার্ট ধরে টানাটানি করছেন ও জোরপূর্বক মোটরসাইকেলে তোলার চেষ্টা করছেন। তিনি ভয়ে সোটরসাইকেলে উঠতে চাইছেন না। এ সময় একজন বলছেন, তোকে আগে সিরাজগঞ্জ শহরের বড়পুল এলাকায় নিয়ে বেঁধে রাখা হবে তার পর তোর সাথে কথা হবে। এ ছাড়া তাকে আওয়ামী লীগের দোসর বলেও গালি দিচ্ছেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের সমন্বয়ক মুনতাসির মেহেদীর ফেসবুকে লাইভে এসে তাকে সিরাজগঞ্জ শহরের বড়পুল এলাকায় ডা. আব্দুল আজিজকে প্রকাশ্যে এনে বেঁধে রেখে কথা বলার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসান। ২৬ সেকেন্ডের ফেসবুক লাইভে তিনি এ ঘোষণা দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডা.আব্দুল আজিজ আজ ছাড়া পেয়েছেন, এমন খবর পাওয়ার সাথে সাথে বৈষম্য বিরোধী ছাত্ররা সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে জড়ো হতে থাকেন। এরপর আব্দুল আজিজ যখনই জেলা কারাগার থেকে মুক্ত হয়ে বের হন, ঠিক তখনই সবাই তাকে ঘিরে ফেলেন। তাকে ধরে টানাহেঁচড়া ও মারধর করেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, সাবেক এমপি আব্দুল আজিজ জামিনে মুক্ত হওয়ার পরে তাকে ঘিরে ধরেন বৈষম্য বিরোধী ছাত্ররা। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।

ডা. আব্দুল আজিজ সিরাজগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গাদের জন্য সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা জাপানের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৩ দশমিক ৫ মিলিয়ন...

বাংলাদেশে ব্যবসার লাইসেন্স পেলো ইলন মাস্কের স্টারলিংক

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের এনজিএসও সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ এপ্রিল) এই লাইসেন্স অনুমোদন করেন তিনি।...

হজযাত্রীদের সেবায় অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম...

হজ প্রিপেইড কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: হজযাত্রীদের নগদ অর্থ বহনের ঝুঁকি ও ঝামেলা এড়াতে হজ প্রিপেইড কার্ড চালু করলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস...

মেঘনা ব্যাংকের ১৮৮তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক : সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে ১৮৮তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের সম্মানিত চেয়ারপার্সন উজমা চৌধুরী সভাপতিত্ব করেন। পর্ষদ...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সোমবার (২৮ এপ্রিল) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি...