স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগের ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালকে হারিয়ে লিগের লড়াইয়েও টিকে রইল আল-নাসর। শুক্রবার (৪ মার্চ) রাতে সৌদি প্রো লিগে আল হিলালের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় আল নাসর। ম্যাচে জোড়া গোল করেন সিআর৭। এই দুই গোলের ফলে ৫ বারের ব্যালন ডি-অর জয়ী পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ার গোল সংখ্যা দাঁড়াল ‘৯৩১’।
রোনালদো সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর থেকেই, আল হিলালের বিপক্ষে জয়হীন ছিল আল নাসর। ২০২১ সালের ডিসেম্বরের পর থেকেই নগরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারেনি রোনালদো-সাদিও মানেরা। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে আল নাসরের বিপক্ষে অপরাজিত ছিল আল হিলাল। অবশেষে গতরাতে সেই গেরো খুলল স্তেফানো পিওলির দল।
আল হিলালেরে মাঠ কিংডম অ্যারেনায় এগিয়ে থেকেই বিরতিতে যায় আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মার্সেলো ব্রজোভিচের অ্যাসিস্ট থেকে অতিথিদের এগিয়ে দেন আলী আলআহসান। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দুই মিনিটের মাথায় মানের অ্যাসিস্ট থেকে অসাধারণ এক গোল করেন রোনালদো। ম্যাচের ৫২ মিনিটে অবশ্য আল হিলালের আলী আলবুলায়হি এক গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিয়েছিলেন। তবে ৮৮ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে স্বাগতিকদের ম্যাচ বাঁচানোর আশাতে পানি ঢেলে দেন রোনালদো।
৪০ বছর পেরোনো এ তারকার সব মিলিয়ে লিগে গোলসংখ্যা হলো ২১। যা আসরে সর্বোচ্চ। সব মিলিয়ে চলতি মৌসুমে আল-নাসরের হয়ে ৩৪ ম্যাচে ৩০ গোলের পাশাপাশি ৪ অ্যাসিস্ট করেছেন তিনি। হাজারতম গোলের মাইলফলকের পথেও একটু একটু করে এগিয়ে যাচ্ছেন তিনি। আল-হিলাল ম্যাচের পর সব মিলিয়ে তার গোলসংখ্যা হলো ৯৩১।
এদিকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট আদায় করে লিগ শিরোপার দৌড়ে আশা বাঁচিয়ে রাখলো আল-নাসর। ২৬ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৫৪। সমান ম্যাচে ৩ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আল-হিলাল। অবশ্য এক ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল-ইত্তিহাদ। বড় কোনো অঘটন না ঘটলে তাদের শিরোপা জয় একপ্রকার নিশ্চিত। তবে ভুল করলে সুযোগ আসতে পারে রোনালদোদের সামনেও।