December 17, 2025 - 5:28 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeঅন্যান্যনোয়াখালীতে এনসিপি নেতা হান্নান মাসুদের মিছিলে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১৫

নোয়াখালীতে এনসিপি নেতা হান্নান মাসুদের মিছিলে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১৫

spot_img

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের অনুসারী ও স্থানীয় বিএনপি নেতাকর্মিদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অন্তত ১৫জন আহত হয়।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, সোমবার দিনব্যাপী উপজেলার জাহাজমারা ইউনিয়নে বিভিন্ন এলাকাতে পথসভা ও উঠান বৈঠক করেন জাতীয় নাগরিক পাটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ইফতারের আগে তিনি পথসভা শেষ করে জাহাজমারা বাজারে একটি শান্তিপূর্ণ মিছিল শুরু করে। মিছিল চলাকালীন কৃষকদল নেতার ওপর হামলার প্রতিবাদে জাহাজমারা ইউনিয়ন বিএনপির নেতাকর্মিরা জাহাজমারা বাজারে একটি মিছিল বের করে। ওই সময় দুটি মিছিল মুখোমুখি হলে উভয় দলের নেতাকর্মিদের মাঝে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিএনপির মিছিল থেকে হান্নান মাসুদের মিছিলে হামলা করে। এতে দুগ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে মাসুদ তার দলীয় নেতাকর্মিদের নিয়ে রাস্তায় বসে পড়েন। এ সময় তিনি হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এভাবে দুই ঘন্টা হান্নান মাসুদ রাস্তা অবরোধ করে রাখলে বিএনপি নেতাকর্মিরা একত্রিত হয়ে তাদেরকে ধাওয়া দেয়। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে হান্নান মাসুদের মাথায় ইট পড়ে তিনি আহত হন।

হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহবায়ক অব্দুর রবকে পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করে বিএনপির নেতকর্মিরা। মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেলে আব্দুল হান্নান মাসুদের পথসভার সামনে পড়ে। এতে সামান্য উত্তেজেনা দেখা দেয়।

এ বিষয়ে জানতে জাতীয় নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা বলেন, আজকে জাহাজমারা বাজারে হাটবারের দিন ছিল। এনসিপির নেতাকর্মিরা রাস্তায় বসে পড়লে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। এতে লোকজন বিরক্ত হয়। একপর্যায়ে সবাই মিলে তাদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করে। যখন হান্নান মাসুদ ও তার নেতাকর্মিরা রাস্তা থেকে সরে নাই, তখন বিএনপির নেতাকর্মিরা লোকজন জড়ো করে হামলা করে। এ ঘটনায় দুগ্রুপের আনুমানিক ১০জন আহত আছে। ওসি আজমল হুদার ভাষ্যমতে রাত পৌনে ১১টা নাগাদ এখনো দুগ্রুপ মুখোমুখি অবস্থানে আছে। পুলিশ মাঝখানে রয়েছে। দুই পক্ষকে বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সিরাজগঞ্জে প্রকাশ্যে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, যুবদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর ছেলের কাছ থেকে প্রকাশ্যে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবদল নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার...

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর লাগে: গভর্নর

অর্থ-বাণিজ্য ডেস্ক: বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনতে সাধারণত ৪ থেকে ৫ বছর সময় লাগে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড....

রেমিট্যান্স অ্যাওয়ার্ডে প্রথম হয়েছে ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রদত্ত রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এ প্রথম হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স...

হাদিকে হত্যাচেষ্টা: ফিলিপ স্নালকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর নির্ঘুম অভিযান চলছে

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তবর্তী এলাকার ফিলিপ স্নাল নামের অন্যতম মানবপাচারকারীকে ধরতে হন্যে হয়ে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান...

আইসিএসবি কর্পোরেট গভর্ন্যান্স অ্যাওয়ার্ড ২০২৪-এ স্বর্ণপদক পেল এডিএন টেলিকম

কর্পোরেট ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে কর্পোরেট গভর্ন্যান্সে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স–২০২৪ এ স্বর্ণপদক অর্জন...

ডেটা সুরক্ষার নীতিমালা শুধু কাগজে থাকলে চলবে না, সেগুলো বাস্তবে কার্যকর করতে হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

কর্পোরেট ডেস্ক: দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (ইডিজিই প্রকল্প), বাংলাদেশ সরকারের সহযোগিতায় ঢাকার বাংলাদেশ–চীন...

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন শিল্পের পথিকৃৎ ও ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার...

বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রাতিষ্ঠানিক দালালচক্র, নথি...