স্পোর্টস ডেস্ক : বিকেএসপির মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথা হওয়ায় তাৎক্ষণিকভাবে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করানো হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ককে।
সোমবার (২৪ মার্চ) বিসিবির মেডিকেল বিভাগের এক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন। আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে তাকে। ডাক্তাররাও তার বিষয়ে কোনো কিছু আপাতত বলতে পারছেন না।
এদিন বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে অংশ নিয়েছিলেন টসেও। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তামিমকে প্রথমে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু, অবস্থা ভালো মনে না হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। এই মুহূর্তে সেখানেই ভর্তি আছেন তিনি।
মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু, হেলিকপ্টারে উঠানোর মতো শারীরিক অবস্থা না থাকায় ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।
ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাক করেছেন তিনি। হেলিকপ্টারে এভারকেয়ার হাসপাতালে আনার চেষ্টা করেও পারা যায়নি। ফলে দ্রুত স্থানীয় কেপিজে হাসপাতালে নেয়া হয় তামিমকে। তার সঙ্গে এখন হাসপাতালে রয়েছেন বড় ভাই নাফিস ইকবাল ও মোহামেডান কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু।
