বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ক্যারিয়ার, ব্যক্তিগত বিষয় এবং সমসাময়িক বিভিন্ন ইস্যুতে নানা সময় কথা বলতে দেখা যায় এ অভিনেত্রীকে। পর্দায় এখন নিয়মিত না হলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় দেখা যায় তাকে। প্রায় সময়ই বিভিন্ন স্ট্যাটাসে নিজের অনুভূতি বা মতামত শেয়ার করেন ফারিয়া।
গত ১৮ মার্চ শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে আপত্তিকর মন্তব্য করেন রাকিবুল হাসান নামের এক ব্যক্তি। এ ঘটনায় অভিনেত্রী ওই ব্যক্তির অশালীন মন্তব্যের স্ক্রিনশট ও প্রোফাইলসহ পোস্ট করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। যা দৃষ্টি এড়ায়নি মন্তব্যকারী ব্যক্তির কর্মস্থল প্রতিষ্ঠানটির। ফলে পরদিনই সেই কর্মীর বিরুদ্ধে তদন্ত চলমান জানিয়ে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বেসরকারি প্রতিষ্ঠানটি।
আপত্তিকর মন্তব্যকারী কর্মী রাকিবুল হাসান বেসরকারি সংস্থা সাজেদা ফাউন্ডেশনের কর্মী। কিন্তু তার আপত্তিকর মন্তব্যের জন্য তাকে চাকরিচ্যুত করেছে প্রতিষ্ঠানটি। রোববার (২৩ মার্চ) রাতে বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া।
এ অভিনেত্রী জানিয়েছেন, রাকিবুলের চাকরিচ্যুতির বিষয়টি তাকে ই-মেইলের মাধ্যমে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ই-মেইলের একটি স্ক্রিনশট নিজের ফেসবুকে পোস্ট করেছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন, আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে সিরিয়াসলি নিয়েছেন তারা। প্রতিটি প্রতিষ্ঠান কীভাবে নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে অবদান রাখতে পারে, তারই একটি উদাহরণ তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
তিনি আরও লিখেছেন, সহিংসতা কেবল শারীরিক নয়, হতে পারে এটা অনলাইন বা রাস্তায় হয়রানি বা অন্য যেকোনো ধরনের ভীতি প্রদর্শন। কোনোটিই গ্রহণযোগ্য নয়।
শবনম ফারিয়া এর আগে নিজেকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ফেসবুকে পোস্ট দেয়ায় অনেকেই পাশে দাঁড়িয়েছিলেন তার। মন্তব্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বানও জানিয়েছিলেন অনেকে। আর যারা এই সময় তার পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে পোস্টে। এমনকি পোস্টের শেষে অভিযুক্ত রাকিবুলকে চাকরিচ্যুত করায় বেসরকারি প্রতিষ্ঠানটির প্রতি ধন্যবাদ জ্ঞাপনও করেছেন শবনম ফারিয়া।
