স্পোর্টস ডেস্ক : অবশেষে বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে দেওয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করেছেন তিনি। ফলে বল করতে আর কোনো বাধা থাকলো না সাকিবের।
সবশেষ পরীক্ষায় তিনি ২২টি বল করেন। যার মধ্যে মাত্র দুটি ডেলিভারিতে ত্রুটি ছিলো সাকিবের। বাকি সব বলে উতরে যান অ্যাকশন পরীক্ষায়। ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন সাকিব।
এর আগে, গেল বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেটে একটি ম্যাচ খেলতে গিয়েছিলেন সাকিব। সমারসেটের বিপক্ষে সে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করলেও তার বোলিং অ্যাকশন প্রথমবার প্রশ্নের মুখে পড়ে। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতের চেন্নাইয়ে দুই দফায় পরীক্ষা দিয়েও পাশ হতে পারেননি সাকিব। নিরপেক্ষ ল্যাবে পাস করতে না পারায় সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করা হয়।
এরপর বোলিং অ্যাকশন শোধরানোর জন্য দীর্ঘ সময় নিয়ে কাজ করেছেন সাকিব। ইংল্যান্ডে কাউন্টি ক্লাব সারের কোচ গ্যারেথ ব্যাটির তত্ত্বাবধানে নিবিড়ভাবে অনুশীলন চালিয়ে যান তিনি। শেষ পর্যন্ত, চলতি মার্চ মাসে তৃতীয়বারের মতো পরীক্ষা দিয়ে সফল হন। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে বাঁধা থাকছে না সাকিবের। এমন অবস্থায় আবারও অলরাউন্ডার হিসেবে সব ধরণের ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। তবে নিষেধাজ্ঞা মুক্ত হয়ে ফের বোলিংয়ে সমস্যা দেখা দিলে আইসিসির নিয়মে ১ বছরের জন্য নিষিদ্ধ হবেন তিনি।