স্পোর্টস ডেস্ক : প্রথম বাংলাদেশি হিসেবে স্বীকৃত ক্রিকেটে ৪শ রানের ব্যক্তিগত ইনিংস খেলে বিরল রেকর্ড গড়লেন মোস্তাকিম হাওলাদার।
মঙ্গলবার (১৮ মার্চ) প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সেন্ট গ্রেগরি স্কুলের বিপক্ষে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের হয়ে ১৭০ বলে ৪০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ওপেনার মোস্তাকিম। তার ইনিংসে ৫০টি চার এবং ২২টি ছক্কা ছিল। যা দেশের ক্রিকেটে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, এটি দেশের স্কুল কিংবা স্বীকৃত কোনো পর্যায়ের ক্রিকেটে প্রথম ৪০০ রানের ইনিংস।
৭১ রানে দ্বিতীয় উইকেট পতনের পর তৃতীয় উইকেট জুটিতে সোয়াদ পারভেজের সাথে ৬৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মোস্তাকিম। ডাবল সেঞ্চুরি করেন পারভেজ। ১২৪ বল খেলে ৪২টি চার ও ১৩টি ছক্কায় ২৫৬ রানে অপরাজিত ছিলেন পারভেজ।
মোস্তাকিম ও পারভেজের কীর্তির দিন ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রানের পাহাড় গড়ে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।জবাবে ১১.৪ ওভারে মাত্র ৩২ রানে অলআউট হয় সেন্ট গ্রেগরি স্কুল। ফলে ৭৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।
সেন্ট গ্রেগরি স্কুলের হয়ে সাত ব্যাটার শূন্য রানে ফিরেন। সর্বোচ্চ ৮ রান করেন অদ্রিতা বনিক। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের হাসান হৃদয় ৬ উইকেট ও পারভেজ ৪ উইকেট শিকার করেন।
এই ম্যাচের মধ্য দিয়ে মুস্তাকিম হাওলাদার জাতীয় স্কুল ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন। তার ৪০৪ রানের ইনিংসটি দেশের যে কোনো পর্যায়ের ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস হিসেবে স্বীকৃতি পেয়েছে। তার দুর্দান্ত ব্যাটিং ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে নতুন তারকা জন্ম দিচ্ছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।