বিনোদন ডেস্ক : আচমকাই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন খ্যাতিমান অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। রোববার (১৬ মার্চ) চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।
জানা গেছে, রোববার সকাল সাড়ে ৭টার দিকে রহমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সকরা ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম-সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন তাঁর। অস্কারজয়ী সুরকারের জন্য বিশেষ চিকিত্সকদের একটি দল গঠন করা হয়েছে। আরও জানা গিয়েছে, গতকাল রাতেই লন্ডন থেকে ফিরেছেন এ আর রহমান। চিকিৎসকদের মতে, রমজানের রোজা রাখার কারণে ডিহাইড্রেশনের কারণে তিনি অসুস্থ বোধ করছিলেন। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।
গত মাসেই, এ আর রহমানকে চেন্নাইতে এড শিরানের কনসার্টে একসঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছিল। তার এক সপ্তাহ পরে, ‘ছাভা’ ছবির গান উদ্বোধনেও দেখা গিয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ এর নভেম্বরে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনে আচমকাই ইতি টানেন এ আর রহমান ও সায়রা বানু। প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর নিজেই জানান সঙ্গীতশিল্পী। রহমান লিখেছেন, ‘অনেক বছর সংসারের পর এবার আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত আমরা দু’জনের কেউই নিতে পারছিলাম না। ফলে আমরা জানি যে আমাদের দু’জনকে খুব কষ্টের মধ্যে থেকে যেতে হয়েছে। হয়তো পরবর্তীকালেও কষ্ট পেতে হতে পারে। কিন্তু আমাদের দু’জনের জন্যই এই বিচ্ছেদ ভাল’।
প্রসঙ্গত, সম্প্রতি এ আর রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। জানা যায়, তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল। সায়রা বানুর আইনজীবী সরকারী বিবৃতির মাধ্যমে এই খবরটি জানান। সূত্র-জিনিউজ।