![]() |

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্যাটাগরি উন্নতি হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। যে কারণে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১১ মার্চ) থেকে কোম্পানিটি ‘বি’ক্যাটাগরিতে লেনদেন করবে।
এছাড়া ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি ৫০ কোটি টাকা মুলধন নিয়ে ২০২৪ সালে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মুলধন ৪০ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ারের পরিমান ৪ কোটি এবং রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে রয়েছে ৪৯ কোটি ১৭ লাখ টাকা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| শিকদার ইন্স্যুরেন্সের ক্যাটাগরি পরিবর্তন https://corporatesangbad.com/505560/ |