নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সায়েদুল ইসলামকে ঢাকার মিরপুর এলাকার বিএনপি’র নেতাকর্মীরা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে তাকে একটি হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে চেয়ে মানিকগঞ্জ আদালতে প্রেরণ করেছেন বলে সিংগাইর থানার সদ্য যোগদানকারী ওসি জে,ও,এম তৌফিক আজম নিশ্চিত করেন।
এর আগে বুধবার দিবাগত রাত ২ টার দিকে রাজধানীর মিরপুর-২ এলাকা থেকে তাকে আটক করে মিরপুর ও সিংগাইর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মো: সায়েদুল ইসলাম সিংগাইর পৌর এলাকার আজিমপুর মহল্লার মৃত রফিকুল ইসলাম ওরফে পরাণ মাদবরের ছেলে। তিনি সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সদস্য।
জানা যায়, ৫ আগষ্ট ছাত্রজনতার আন্দোলনে সরকার পতনের পর নির্বাহী আদেশে সায়েদুল ইসলাম উপজেলা চেয়ারম্যানের পদ হারান। এরপর ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি গোবিন্দল এলাকায় আওয়ামীলীগ, পুলিশ ও গ্রামবাসী সঙ্গে সংঘর্ষের ঘটনায় থানায় দায়ের করা হত্যা মামলায় আসামি করা হয় সায়েদুল ইসলামকে। অবশেষে আত্মগোপনে থাকা সায়েদুল ইসলামকে মিরপুর-২ এলাকার বিএনপি’র নেতাকর্মীরা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগামী রবিবার আদালত রিমান্ড শুনানীর দিন ধার্য্য করেছেন বলে নাম প্রকাশ না করার শর্তে আসামিপক্ষের জনৈক আইনজীবী জানিয়েছেন।
এদিকে সায়েদুল ইসলামের গ্রেপ্তারে সিংগাইর উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন পোষ্ট করছেন।