মোঃ সোহাগ হোসেন, স্টাফ রিপোর্টার: বরিশালের বাকেরগঞ্জ রিয়াজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ তামিম তালুকদার (২৭) উপজেলার কবাই ইউনিয়নের খোদাবক্সকাঠী গ্রামের ইউসুফ তালুকদারের ছেলে। গত সোমবার তাকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাকেরগঞ্জ থানায় মোঃ আল-আমিন শরীফ কে প্রধান করে মোট তিন জনের বিরুদ্ধে মামলা করে। মামলা নং- ১,জিআর-৮৪/২৫।
মামলা সূত্রে জানা যায়, রিয়াজুল একজন বালু ব্যবসায়ী। গত ২৩ ফেব্রুয়ারী রাত ৩টার দিকে বালু ক্রয়ের জন্য নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে নিজ বাড়ি উপজেলার উত্তর কবাই হইতে বলগেটসহ বাউলের উদ্দেশ্য রওনা হয় তিনি। দক্ষিণ সাকিনের কারখানা নদীতে পৌঁছামাত্রই আসামিরা একটি ট্রলার নিয়ে বলগেটের সামনে এসে নদীর তীরে নিয়ে যায়। পরে ১০/১২ জন মিলে তাকে মারধর করে। একপর্যায়ে আল-আমিন তার হাতে থাকা রামদা দিয়ে রিয়াজুলের মাথা কুপিয়ে জখম করে সাথে থাকা নগদ টকা, মালামালসহ ২ লক্ষ আশি হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ হাসপাতালে নিয়ে আসে আসপাশের লোকজন।
বাকেরগঞ্জ থানার ওসি মোঃ সফিকুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।