স্পোর্টস ডেস্ক : রাজধানীর পূর্বাচলে দেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম করার প্রকল্প হাতে নিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। নৌকার আদলে নকশা করা স্টেডিয়ামের প্রাথমিক নাম ছিল ‘দ্য বোট।’ পরে এর নামকরণ হয় শেখ হাসিনার নামে।
জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলে বদল আসে রাজনীতিতে। অন্তর্বর্তী সরকার এসে জানিয়েছিল, পরিবর্তন করা হবে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম। বহুল আলোচিত শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম সোমবার (৩ মার্চ) পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ১৮তম বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে আসেন আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু। সেখানে মিঠু বলেন, ‘শেখ হাসিনা স্টেডিয়ামের নাম এখন থেকে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, সংক্ষেপে এনসিজি।’
সরকার পতনের পর স্টেডিয়ামটির নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। বদল আসে বিসিবিতেও। নাজমুল হাসান পাপনের জায়গায় বিসিবি প্রধান হয়ে আসেন ফারুক আহমেদ। পূর্বাচলে স্টেডিয়ামের জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শন করেছিলেন ফারুক আহমেদ। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, এই মাঠ নৌকার শেপে না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে, এর কাজ যত দ্রুত সম্ভব শেষ করতে চায় বিসিবি।
ক’দিন আগেই ক্রীড়াঙ্গনে অনেক স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। সেসব স্থাপনার নাম ছিলো বিগত সরকার প্রধানের পরিবারের নামে। অন্তবর্তীকালীন সরকার সেই সকল স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
তারই ধারাবাহিকতায় ক’দিন আগে দেশের ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। রাজধানীর গুলিস্থানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নামও পাল্টে যায়, নতুন নামকরণ করা হয় জাতীয় স্টেডিয়াম।