স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় ইংল্যান্ড সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন জস বাটলার।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ৩৪ বছর বয়সী বাটলার বলেন, ‘আমি ইংল্যান্ডের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করছি, এটি আমার এবং দলের জন্য সঠিক সিদ্ধান্ত।’
বাটলারের নেতৃত্বে ২০২৩ সালে ওয়ানডে এবং ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয় ইংল্যান্ড।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচেই হারে ইংল্যান্ড। গত বুধবার লাহোরে আফগানিস্তানের কাছে হারের পর টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় ইংলিশদের।
আফগানিস্তানের ছুঁড়ে দেওয়া ৩২৬ রান তাড়া করতে নেমে জো রুটের ১২০ রানের লড়াকু ইনিংস সত্ত্বেও ৩১৭ রানে অলআউট হয় ইংল্যান্ড।
ইয়োইন মরগানের পর ২০২২ সালে ইংল্যান্ডের অধিনায়ক হন বাটলার। তার অধীনে ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে ইংলিশরা। কিন্তু এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয় ইংল্যান্ড।
২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নয় ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জয় পেয়েছিলো ইংল্যান্ড। তার আগে ২০১৯ সালে মরগানের অধীনে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলো ইংলিশরা।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় ইংলিশরা।
শনিবার করাচিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড।