আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এতে ৩ খেলায় ১ জয় ও ২ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
অন্যদিকে, ৩ ম্যাচের ১টি করে জয়-হার ও পরিত্যক্ত হওয়ায় ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে আফগানিস্তান। সেমিতে খেলার সুযোগ এখনও আছে আফগানদের। শনিবার ইংল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকা বড় ব্যবধানে হারলেই সেমির টিকিট পাবে আফগানিস্তান।
এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম বলে অস্ট্রেলিয়া পেসার স্পেনসার জনসনের বলে খালি হাতে বিদায় নেন আফগানিস্তান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।
দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান ও আটাল। আগের ম্যাচে রেকর্ড ১৭৭ রানের ইনিংস খেলা ইব্রাহিম আজ করেন ২২ রান। চার নম্বরে ১২ রানের বেশি করতে পারেননি রহমত শাহ। ৯১ রানে ৩ উইকেট পতনের পর আফগানিস্তানের রানের চাকা সচল রাখেন আটাল ও অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। ৭৮ বলে ৬৮ রান যোগ হওয়ার পর বিচ্ছিন্ন হন তারা। ওয়ানডেতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করে আটাল ৮৫ রানে শিকার হন জনসনের। ৯৫ বল খেলে ৬টি চার ও ৩টি ছক্কা মারেন আটাল।
দলীয় ১৫৯ রানে আটাল ফেরার পর ২৩ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় আফগানিস্তান। এসময় শাহিদি ২০, মোহাম্মদ নবি ১ ও গুলবাদিন নাইব ৪ রানে আউট হন। ১৯৯ রানে সপ্তম উইকেট পতনের পর ৩৩ বলে ৩৬ রানের জুটি গড়েন আজমতুল্লাহ ওমরজাই ও রশিদ খান। ১৭ বলে ১৯ রান করে থামেন রশিদ।
এরপর আফগানিস্তানকে একাই টেনে নিয়ে গেছেন ওমরজাই। ৫৪ বলে ওয়ানডেতে অষ্টম হাফ-সেঞ্চুরি তুলে শেষ ওভারের চতুর্থ বলে আউট হন তিনি।
১টি চার ও ৫টি ছক্কায় ওমরজাইর ৬৩ বলে ৬৭ রানের সুবাদে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৩ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। অস্ট্রেলিয়ার বেন ডোয়ার্শিস ৩টি, জনসন ও এডাম জাম্পা ২টি করে উইকেট নেন।
জবাবে ১২.৫ ওভারে ১ উইকেটে ১০৯ রান করে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। ঐ সময় জয়ের জন্য আরও ১৬৫ রান দরকার ছিল অসিদের। পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা।
এতে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়েছে অজিদের। আর আফগানিস্তানের পয়েন্ট তিন। কাগজে-কলমে আফগানরা টিকে রইলেও, তাদের জন্য সেমিফাইনাল খেলাটা অনেক কঠিন।
কারণ, সমান তিন পয়েন্ট দুইয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে তারা খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আফগানদের সেমিফাইনাল খেলতে হলে প্রোটিয়াদের বড় ব্যবধানে হারতে হবে ইংলিশদের কাছে। দক্ষিণ আফ্রিকার বর্তমান রানরেট ২ দশমিক ১৪০, আর আফগানদের রানরেট -০.৯৯০।
ক্রিকইনফো জানিয়েছে, ইংল্যান্ড যদি আগে ব্যাট করতে ৩০০ রান করে। আর দক্ষিণ আফ্রিকা যদি ২০৭ রানে তাদের কাছে হেরে যায় তাহলে সেমিফাইনাল খেলতে পারবে আফগানিস্তান। যা অনেকটাই কঠিন। এখন ইংল্যান্ড ম্যাচের ফলাফল কি হয় সেটাই দেখার বিষয়।
৯টি চার ও ১টি ছক্কায় ৪০ বলে অপরাজিত ৫৯ রান করেন ওপেনার ট্রাভিস হেড। ১৯ রানে অপরাজিত থাকেন অধিনায়ক স্টিভেন স্মিথ। ২০ রানে আউট হন ওপেনার ম্যাথু শর্ট।