বিনোদন ডেস্ক : ছোট পর্দায় অভিনয় করে অল্প সময়ে পরিচিতি লাভ করা তরুণ অভিনেতা আজিজুর রহমান আজাদ গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজধানী ঢাকার নিকটস্থ আশুলিয়ার নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন এ অভিনেতা।
অভিনেতার গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন আজাদের সহশিল্পী ও এনটিভির সাংবাদিক জাহিদুর রহমান। তিনি দুপুর ২টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেতা আজাদের ফেসবুক আইডি ট্যাগ করে লেখেন, ‘আশুলিয়ায় গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ’।
এদিকে অভিনেতা আজাদ জানিয়েছেন, রবিবার ভোরে বাড়ির গ্রিল কাটার শব্দে ঘুম ভাঙে তার। পরে বাড়িতে দুর্বৃত্তের উপস্থিতি বুঝতে পারেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এ সময় তাকে রক্ষা করার পর জন্য এগিয়ে আসলে দুর্বৃত্তদের হামলায় অভিনেতার স্ত্রী রোকসানা হক (৩৩) ও মা আজিজুন্নাহার (৬৫) আহত হন। পরে স্থানীয়রা আজাদকে উদ্ধার করে হাসপাতালে নেন। বর্তমানে তারা রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের চিকিৎসক ডা. কামরুজ্জামান জানান, অভিনেতার শরীরে তিনটি গুলি বিদ্ধ হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
এদিকে এ ঘটনার পর আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকীকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। আজ সোমবার ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া এ ঘটনায় জড়িতদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি। উদঘাটন হয়নি ঘটনার মোটিভও।
প্রসঙ্গত, অভিনেতা আজাদকে ‘ক্যারেকটার আর্টিস্ট’ হিসেবে বিভিন্ন নাটকে দেখা গেছে। নির্মাতা তপু খান, কাজল আরেফিন অমি থেকে শুরু করে বিভিন্ন পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি।
টিভিসিসহ হোটেল রিলাক্স, ফিমেল, ব্যাচেলর পয়েন্ট’র মতো জনপ্রিয় কনটেন্টগুলোতে দেখা গেছে তাকে। এ ছাড়া ‘লিডার’ সিনেমায়ও কাজ করেছেন এ অভিনেতা।


