January 14, 2026 - 3:43 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাকোহলির সেঞ্চুরিতে পাকিস্তানের হার, সেমির পথে ভারত

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানের হার, সেমির পথে ভারত

spot_img

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের পথে এগিয়ে গেল ভারত। এতে কাগজে-কলমে টিকে রইলেও পাকিস্তানের বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ২৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেটের বড় জয় পেয়েছে ভারত।

দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠেছে কোনো আইসিসি ইভেন্টের। তবে ভারতের কারণে আসরের সবগুলো ম্যাচ আয়োজন করতে পারেনি পিসিবি। নিরাপত্তার কারণে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশটিতে যেতে অস্বীকৃতি জানায় ভারত। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ভারতের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করতে বাধ্য হয় পাকিস্তান।

এতে ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলেছিলেন গ্রুপ পর্বে ভারতকে হারিয়ে তার প্রতিশোধ নেবে পাকিস্তান। দেশটির দর্শকদের চাওয়া ছিল এমনটাই। কিন্তু পুরো দেশকে হতাশ করেছে বাবর-রিজওয়ানরা। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। তাই ভারত ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পাকিস্তানের কাছে।

সেমিফাইনালের সমীকরণ মেলাতে এই ম্যাচে জয় বাধ্যতামূলক ছিল। কিন্তু ভারতের কাছে ৬ উইকেটে হারতে হয়েছে পাকিস্তানকে। নিউজিল্যান্ড পরের দুই ম্যাচের একটিতে জয় পেলেও কাগজে-কলমে বাদ পড়বে পাকিস্তান। এদিকে টানা দুই সেমিফাইনালে এক পা দিয়ে রাখছে ভারত। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) আগে ব্যাট করতে নেমে ভারতকে ২৪২ রানের সহজ লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জবাব দিতে নেমে ৪৫ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে ভারত।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল রোহিত শর্মা ও শুভমান গিল। তবে ইনিংস বড় করতে পারেননি রোহিত। ১৫ বলে ২০ রান করে বোল্ড আউট হন এই তারকা ব্যাটার। তবে গিলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন বিরাট কোহলি।

৫২ বলে ৪৬ রান করে গিল আউট হলেও ৬২ বলে ফিফটি তুলে নেন কোহলি। তাকে যোগ্য সঙ্গে দেন শ্রেয়াস আইয়ার। ৬৩ বলে ফিফটির দেখার পান এই তরুণ ব্যাটার। তবে ৫৬ রান করতে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। ৬ বলে ৮ রান তাকে সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া।

তবে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দ্বার প্রান্ত পৌঁছে যায় কোহলি। ৪২তম ওভার শেষে ভারতের জয়ের জন্য দরকার ছিল ৪ রান, আর সেঞ্চুরি জন্য কোহলির প্রয়োজন ছিল ৫ রান। প্রথমে দুটি সিঙ্গেল নেওয়ার পর তৃতীয় বলে বাউন্ডারি হাকিয়ে দলকে জয়ে এনে দেওয়ার পাশাপাশি নিজের সেঞ্চুরি তুলে নেন কোহলি।

পাকিস্তানের হয়ে দুই উইকেট শিকার করেন হারিস রাউফ। এ ছাড়াও আবরার আহমেদ ও খুশদিল শাহ একটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাবর আজম ও ইমাম-উল-হক। দুজনের ব্যাটে ভর করে ৮ ওভারে ৪১ রান তোলে পাকিস্তান। তবে নবম ওভারে হার্দিক পান্ডিয়ার হাতে বল তুলে দেন রোহিত শর্মা।

আর ওভারের দ্বিতীয় বলেই ক্যাশ-আউট করেন এই পেস অলরাউন্ডার। ২৬ বলে ২৩ রান করেন এই পাক ওপেনার। পরের ওভারের দ্বিতীয় বলে ইমামকে রান আউট করেন অক্ষর প্যাটেল। এতে ৬ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

চারে ব্যাট করতে নেমে সৌদ শাকিলকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান। দুজনের ব্যাটে ভর করে ২৫ ওভার ১০০ রানের কোটা পার করেছে পাকিস্তান। নিয়ন্ত্রিত  ব্যাটিংয়ে ৬৩ বলে ফিফটি তুলে নেন শাকিল।

কিন্তু ৪ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয়েছে রিজওয়ানকে। ৩৪তম ওভারের দ্বিতীয় বলে এক পা উপরে এসে অক্ষরকে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড আউট হন পাক অধিনায়ক। পরের ওভারে শাকিলকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন হার্দিক। এই দুই সেট ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।

এরপর সালমান আঘাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন খুশদিল শাহ। এই বাঁ-হাতি ব্যাটার এক প্রান্ত আগলে রাখলেও উইকেট মিছিল শুরু করে বাকিরা। সালমান (১৯), শাহিন আফ্রিদি (০) ও নাসিম শাহ (১৪) ও হারিস রাউফ ৭ রানে আউট হন।

ইনিংসের ২ বল আগে রানাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন খুশদিল। এতে ২৪১ রানে অলআউট হয় পাকিস্তান। ৩৯ বলে ৩৮ রান করেন খুশদিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...