December 7, 2025 - 12:40 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাকোহলির সেঞ্চুরিতে পাকিস্তানের হার, সেমির পথে ভারত

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানের হার, সেমির পথে ভারত

spot_img

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের পথে এগিয়ে গেল ভারত। এতে কাগজে-কলমে টিকে রইলেও পাকিস্তানের বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ২৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেটের বড় জয় পেয়েছে ভারত।

দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠেছে কোনো আইসিসি ইভেন্টের। তবে ভারতের কারণে আসরের সবগুলো ম্যাচ আয়োজন করতে পারেনি পিসিবি। নিরাপত্তার কারণে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশটিতে যেতে অস্বীকৃতি জানায় ভারত। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ভারতের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করতে বাধ্য হয় পাকিস্তান।

এতে ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলেছিলেন গ্রুপ পর্বে ভারতকে হারিয়ে তার প্রতিশোধ নেবে পাকিস্তান। দেশটির দর্শকদের চাওয়া ছিল এমনটাই। কিন্তু পুরো দেশকে হতাশ করেছে বাবর-রিজওয়ানরা। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। তাই ভারত ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পাকিস্তানের কাছে।

সেমিফাইনালের সমীকরণ মেলাতে এই ম্যাচে জয় বাধ্যতামূলক ছিল। কিন্তু ভারতের কাছে ৬ উইকেটে হারতে হয়েছে পাকিস্তানকে। নিউজিল্যান্ড পরের দুই ম্যাচের একটিতে জয় পেলেও কাগজে-কলমে বাদ পড়বে পাকিস্তান। এদিকে টানা দুই সেমিফাইনালে এক পা দিয়ে রাখছে ভারত। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) আগে ব্যাট করতে নেমে ভারতকে ২৪২ রানের সহজ লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জবাব দিতে নেমে ৪৫ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে ভারত।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল রোহিত শর্মা ও শুভমান গিল। তবে ইনিংস বড় করতে পারেননি রোহিত। ১৫ বলে ২০ রান করে বোল্ড আউট হন এই তারকা ব্যাটার। তবে গিলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন বিরাট কোহলি।

৫২ বলে ৪৬ রান করে গিল আউট হলেও ৬২ বলে ফিফটি তুলে নেন কোহলি। তাকে যোগ্য সঙ্গে দেন শ্রেয়াস আইয়ার। ৬৩ বলে ফিফটির দেখার পান এই তরুণ ব্যাটার। তবে ৫৬ রান করতে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। ৬ বলে ৮ রান তাকে সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া।

তবে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দ্বার প্রান্ত পৌঁছে যায় কোহলি। ৪২তম ওভার শেষে ভারতের জয়ের জন্য দরকার ছিল ৪ রান, আর সেঞ্চুরি জন্য কোহলির প্রয়োজন ছিল ৫ রান। প্রথমে দুটি সিঙ্গেল নেওয়ার পর তৃতীয় বলে বাউন্ডারি হাকিয়ে দলকে জয়ে এনে দেওয়ার পাশাপাশি নিজের সেঞ্চুরি তুলে নেন কোহলি।

পাকিস্তানের হয়ে দুই উইকেট শিকার করেন হারিস রাউফ। এ ছাড়াও আবরার আহমেদ ও খুশদিল শাহ একটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাবর আজম ও ইমাম-উল-হক। দুজনের ব্যাটে ভর করে ৮ ওভারে ৪১ রান তোলে পাকিস্তান। তবে নবম ওভারে হার্দিক পান্ডিয়ার হাতে বল তুলে দেন রোহিত শর্মা।

আর ওভারের দ্বিতীয় বলেই ক্যাশ-আউট করেন এই পেস অলরাউন্ডার। ২৬ বলে ২৩ রান করেন এই পাক ওপেনার। পরের ওভারের দ্বিতীয় বলে ইমামকে রান আউট করেন অক্ষর প্যাটেল। এতে ৬ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

চারে ব্যাট করতে নেমে সৌদ শাকিলকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান। দুজনের ব্যাটে ভর করে ২৫ ওভার ১০০ রানের কোটা পার করেছে পাকিস্তান। নিয়ন্ত্রিত  ব্যাটিংয়ে ৬৩ বলে ফিফটি তুলে নেন শাকিল।

কিন্তু ৪ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয়েছে রিজওয়ানকে। ৩৪তম ওভারের দ্বিতীয় বলে এক পা উপরে এসে অক্ষরকে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড আউট হন পাক অধিনায়ক। পরের ওভারে শাকিলকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন হার্দিক। এই দুই সেট ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।

এরপর সালমান আঘাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন খুশদিল শাহ। এই বাঁ-হাতি ব্যাটার এক প্রান্ত আগলে রাখলেও উইকেট মিছিল শুরু করে বাকিরা। সালমান (১৯), শাহিন আফ্রিদি (০) ও নাসিম শাহ (১৪) ও হারিস রাউফ ৭ রানে আউট হন।

ইনিংসের ২ বল আগে রানাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন খুশদিল। এতে ২৪১ রানে অলআউট হয় পাকিস্তান। ৩৯ বলে ৩৮ রান করেন খুশদিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

‘শিগগির দেশে ফিরবেন তারেক রহমান, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন,...

বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বিদেশ যাওয়ার মতো না। তাই তার বিদেশ যাওয়া কিছুটা বিলম্ব হচ্ছে। তাকে এখনই যুক্তরাজ্যে নেওয়া যাচ্ছে...

বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৭ দিন পর হস্তান্তর

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অধীন জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত যুবক শহিদুল ইসলাম শহীদের...

শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ছাত্র–জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে থাকা এবং ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।...

যশোর বোর্ডে শতভাগ ফেল ২০ কলেজকে শোকজ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: চলতি বছরে এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল করা ২০ কলেজকে শোকজ করেছে যশোর শিক্ষা বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রকের...

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৪৩ কেজি গাঁজা ও একটি পিকআপভ্যানসহ তিন মাদক কারবারি আটক হয়েছে। শনিবার ভোরে কড্ডার মোড় এলাকায় গোপন...

প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে বীজতলায় প্রতিবেশীর ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.নুরুল হুদা (৫১) নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার...