স্পোর্টস ডেস্ক : গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। সদ্য শেষ বিপিএলেও খেলতে পারেননি দেশসেরা এই ক্রিকেটার।
এত প্রতিকূলতা আর অনিশ্চয়তার মধ্যেই শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন তিনি। ক্লাবটির আশা, আগামী মাসে শুরু প্রিমিয়ার লিগে সাকিবকে পাওয়া যাবে।
নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ঢাকায় ফিরতে চাইলেও ‘প্রতিকূল পরিস্থিতি’র কারণে দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছিল সাকিবকে। এর মাঝে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে না পারায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকেও জায়গা হারান তিনি।
এ বিষয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ কর্তা তারিকুল ইসলাম টিটু বলেন, তাকে দলে নিতে তো আর বাধা নেই। সাকিব দেশে আসতে পারলে খেলবে, না আসতে পারলে খেলবে না। ব্যাপারটা খুবই সহজ। আমরা তাকে দলে নেওয়ার সব কাজকর্ম সেরে রাখছি। দেশে পা রাখতে পারলে সাকিব খেলবে। প্রিমিয়ার লিগ খেললে লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষেই খেলবে।
অন্যদিকে রূপগঞ্জের মালিক লুৎফুর রহমান বাদল বলেন, আমরা ক্রিকেটার সাকিবকে দলে নিয়েছি, রাজনীতিবিদ সাকিবকে নয়। সে বাংলাদেশ ক্রিকেটের এক নম্বর ব্র্যান্ড, আমরা এ জন্য তাকে নিয়েছি।
শনিবার ঢাকা প্রিমিয়ার লিগে দলবদলের প্রথম দিনে অনলাইনে কাগজপত্র জমা দিয়েছেন সাবেক এ বিশ্ব সেরা অলরাউন্ডার। গত আসরে সাকিব খেলেছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। পরিবর্তিত পরিস্থিতিতে দলটির প্রধান পৃষ্ঠপোষক সরে গেছে।
এবারের প্রিমিয়ার লীগ শুরু হবে মার্চের প্রথম সপ্তাহে। তার আগে দলবদল চলবে আজ ও আগামীকাল। ক্রিকেটারদের অনলাইন ও অফলাইন দুইভাবেই রেজিস্ট্রেশন করানো যাচ্ছে।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর এখনো দেশে ফেরেননি। ছাত্র-জনতার আন্দোলনে তাঁর নামে হত্যা মামলা রয়েছে। নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ঢাকায় ফিরতে চাইলেও ‘প্রতিকূল পরিস্থিতি’র কারণে দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছিল তাকে।
এর মধ্যে অ্যাকশন পরীক্ষায় নিষিদ্ধ হয়ে খেলার মাঠেও কার্যকারিতা কমে গেছে। তবে ডিপিএলে খেলতে কোনো বাঁধা নেই সাকিবের। বোলিংও করতে পারবেন তিনি। তবে শেষ পর্যন্ত দেশে ফিরতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়।