April 7, 2025 - 5:59 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাহৃদয় বাংলাদেশের অমূল্য সম্পদ: রমিজ রাজা

হৃদয় বাংলাদেশের অমূল্য সম্পদ: রমিজ রাজা

spot_img

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্কোরবোর্ডে দলীয় সংগ্রহ ২২৮ ছাড়িয়ে আড়াইশ পার করার স্বপ্ন দেখিয়েছিলেন হৃদয়। একাধিকবার চোট না পেলে যে গতিতে এগিয়ে যাচ্ছিলেন তিনি, আফসোস হওয়াটাই স্বাভাবিক।তাওহিদ হৃদয় যদি মাংসপেশিতে টান না পেতেন, তাহলে হয়তো আরও ৩০ রান বেশি হতো। বোলাররা পেতেন লড়াই করার মতো রসদ। ভারতের বিপক্ষে ম্যাচের ফলও হয়তো বদলে যেতে পারত হৃদয়ের ইনিংসে ভর দিয়ে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করতে গিয়ে ধস নামে টপ অর্ডারে। স্কোরবোর্ডে ৩৫ রান উঠতেই নেই ৫ উইকেট। সেখান থেকে হৃদয়ের লড়াই শুরু। জাকের আলী অনিককে নিয়ে একটু একটু করে এগিয়ে গেছেন। জাকের-হৃদয় জুটিতে আসে ১৫৪ রান। ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি এটি। আর ভারতের বিপক্ষে ওয়ানডেতেই সর্বোচ্চ। খুঁড়িয়ে খুঁড়িয়ে টেনে নিয়েছেন দলকে। শামির বলে সিঙ্গেল নিয়ে শতক পূর্ণ করেন। শেষ ব্যাটার হিসেবে হৃদয় আউট হন ১১৮ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ১০০ রানে।

হৃদয়ের এমন অনবদ্য ইনিংসে মুগ্ধ পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার রমিজ রাজা। ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেল রমিজ স্পিকসে হৃদয়কে বাংলাদেশের অমূল্য সম্পদ বলে আখ্যা দেন তিনি। তার মতে, যত্ন নিলে ও সময় দিলে হৃদয়ের বহুদূর যাওয়ার সম্ভাবনা আছে।

রমিজ রাজা বলেন, ‘জাকেরের সঙ্গে মিলে হৃদয় যে ইনিংসটি খেলেছে, তা অসাধারণ। যেখানে বাংলাদেশ ফেঁসে গেছিল, মনে হয়েছিল ১০০-ও করতে পারবে না, সেখান থেকে ভারতের মতো বোলিং আক্রমণের বিপক্ষে এমন পরিস্থিতি থেকে প্রথমে দলকে বের করা, তারপর সেঞ্চুরি করা দুর্দান্ত ব্যাপার।’

পরে হৃদয়ের শক্তির জায়গাগুলো নিয়ে রাজা যোগ করেন, ‘তার মধ্যে সম্ভাবনা অনেক। লম্বা শট খেলতে পারে, আগ্রাসন আছে, কিছু করার স্পৃহা আছে, রানিং বিটুইন দ্য উইকেটেও দারুণ। তার যত্ন নিলে সে অনেকদূর যাবে। বাংলাদেশ অমূল্য এক সম্পদ পেয়েছে।’

কারণ, যেদিন সে খেলে এমন দুর্দান্ত খেলতে পারে। আজ সেই সম্ভাবনা দেখা গেছে। এই ইনিংসের পর সে আরও অনেক দূর যাবে। এত বড় একটি দলের বিপক্ষে যে পরিস্থিতিতে সেঞ্চুরি করেছে সেটা অনেক বড় ব্যাপার। ফলে নির্ভরযোগ্যতা, সম্ভাবনাকে কাজে লাগানো এবং মানের দিক থেকে সবগুলো কাজই সে ঠিকঠাকভাবে সম্পন্ন করেছে।’

হৃদয় ও জাকেরের জুটি থেকে পাকিস্তান দলকে শিক্ষা নিতেও বলেছেন রমিজ, ‘জাকের এবং তাওহিদের (হৃদয়) জুটি থেকে পাকিস্তান চাইলে অনেক কিছু শিখতে পারে। ৩৫ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর পরিস্থিতির সঙ্গে তারা যেভাবে মানিয়ে নিয়েছে এবং ইনিংসকে টেনে নিয়েছে সেটা অনেক বড় দৃষ্টান্ত। পাকিস্তানের কথা আমি এ জন্য বলছি পাকিস্তান এরপর বাংলাদেশের বিপক্ষে খেলবে। ভারতের সঙ্গেও ম্যাচ আছে। ফলে নিজেদের ভুল থেকে শেখাটা খুবই জরুরি। এখান থেকে এই দৃষ্টান্তটা পাওয়া যে, কখনো হার মানা যাবে না। যে কোনো পরিস্থিতি থেকে আপনি চাইলে বেরিয়ে আসতে পারেন, যদি আপনার মধ্যে সাহস, তাড়না, পরিকল্পনা এবং উপায় জানা থাকে। এই জুটিতে আমরা এগুলো সবই দেখেছি।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা রবিবার (৬ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ...

দুদকের সাবেক অ্যাম্বাসেডর থেকে আসামিও হতে পারেন সাকিব

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দুদকের সাবেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির...

সূচকের সাথে বেড়েছে লেনদেনও

পুঁজিবাজার ডেস্ক: ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস রোববার (৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।...

ইউনিয়ন ব্যাংকের গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে বদ্ধপরিকর

কর্পোরেট ডেস্ক: শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি. শরীয়াহ্ নীতিমালা অনুস্মরণ, আধুনিক ব্যাংকিং প্রযুক্তি এবং উন্নত গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে সবসময় গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের সর্বোচ্চ...

কুয়াকাটা সৈকত দখল করে নির্মাণ হচ্ছে ঝুকিপূর্ণ মার্কেট

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত দখল করে চলছে অবৈধভাবে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের কাজ। শুধু দখল নয় টিন আর কাঠের মাচার উপরে ইট...

এপ্রিলে অপরিবর্তিত থাকছে এলপি গ্যাসের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক : ভোক্তা পর্যায়ে এপ্রিল মাসের জন্য এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার...

মেঘনা ইন্সুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২০ এপ্রিল, ২০২৫ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।...

মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশ সদস্যদের গালিগালাজ, যুবদলের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপ অবস্থায় থানায় ঢুকে এজাহারভুক্ত আসামীকে ছাড়িয়ে নিতে এসে পুলিশ সদস্যদেরকে হত্যার হুমকি ও গালিগালাজের অভিযোগে দুই যুবদল নেতাকে...