December 7, 2025 - 1:59 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাহৃদয় বাংলাদেশের অমূল্য সম্পদ: রমিজ রাজা

হৃদয় বাংলাদেশের অমূল্য সম্পদ: রমিজ রাজা

spot_img

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্কোরবোর্ডে দলীয় সংগ্রহ ২২৮ ছাড়িয়ে আড়াইশ পার করার স্বপ্ন দেখিয়েছিলেন হৃদয়। একাধিকবার চোট না পেলে যে গতিতে এগিয়ে যাচ্ছিলেন তিনি, আফসোস হওয়াটাই স্বাভাবিক।তাওহিদ হৃদয় যদি মাংসপেশিতে টান না পেতেন, তাহলে হয়তো আরও ৩০ রান বেশি হতো। বোলাররা পেতেন লড়াই করার মতো রসদ। ভারতের বিপক্ষে ম্যাচের ফলও হয়তো বদলে যেতে পারত হৃদয়ের ইনিংসে ভর দিয়ে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করতে গিয়ে ধস নামে টপ অর্ডারে। স্কোরবোর্ডে ৩৫ রান উঠতেই নেই ৫ উইকেট। সেখান থেকে হৃদয়ের লড়াই শুরু। জাকের আলী অনিককে নিয়ে একটু একটু করে এগিয়ে গেছেন। জাকের-হৃদয় জুটিতে আসে ১৫৪ রান। ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি এটি। আর ভারতের বিপক্ষে ওয়ানডেতেই সর্বোচ্চ। খুঁড়িয়ে খুঁড়িয়ে টেনে নিয়েছেন দলকে। শামির বলে সিঙ্গেল নিয়ে শতক পূর্ণ করেন। শেষ ব্যাটার হিসেবে হৃদয় আউট হন ১১৮ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ১০০ রানে।

হৃদয়ের এমন অনবদ্য ইনিংসে মুগ্ধ পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার রমিজ রাজা। ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেল রমিজ স্পিকসে হৃদয়কে বাংলাদেশের অমূল্য সম্পদ বলে আখ্যা দেন তিনি। তার মতে, যত্ন নিলে ও সময় দিলে হৃদয়ের বহুদূর যাওয়ার সম্ভাবনা আছে।

রমিজ রাজা বলেন, ‘জাকেরের সঙ্গে মিলে হৃদয় যে ইনিংসটি খেলেছে, তা অসাধারণ। যেখানে বাংলাদেশ ফেঁসে গেছিল, মনে হয়েছিল ১০০-ও করতে পারবে না, সেখান থেকে ভারতের মতো বোলিং আক্রমণের বিপক্ষে এমন পরিস্থিতি থেকে প্রথমে দলকে বের করা, তারপর সেঞ্চুরি করা দুর্দান্ত ব্যাপার।’

পরে হৃদয়ের শক্তির জায়গাগুলো নিয়ে রাজা যোগ করেন, ‘তার মধ্যে সম্ভাবনা অনেক। লম্বা শট খেলতে পারে, আগ্রাসন আছে, কিছু করার স্পৃহা আছে, রানিং বিটুইন দ্য উইকেটেও দারুণ। তার যত্ন নিলে সে অনেকদূর যাবে। বাংলাদেশ অমূল্য এক সম্পদ পেয়েছে।’

কারণ, যেদিন সে খেলে এমন দুর্দান্ত খেলতে পারে। আজ সেই সম্ভাবনা দেখা গেছে। এই ইনিংসের পর সে আরও অনেক দূর যাবে। এত বড় একটি দলের বিপক্ষে যে পরিস্থিতিতে সেঞ্চুরি করেছে সেটা অনেক বড় ব্যাপার। ফলে নির্ভরযোগ্যতা, সম্ভাবনাকে কাজে লাগানো এবং মানের দিক থেকে সবগুলো কাজই সে ঠিকঠাকভাবে সম্পন্ন করেছে।’

হৃদয় ও জাকেরের জুটি থেকে পাকিস্তান দলকে শিক্ষা নিতেও বলেছেন রমিজ, ‘জাকের এবং তাওহিদের (হৃদয়) জুটি থেকে পাকিস্তান চাইলে অনেক কিছু শিখতে পারে। ৩৫ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর পরিস্থিতির সঙ্গে তারা যেভাবে মানিয়ে নিয়েছে এবং ইনিংসকে টেনে নিয়েছে সেটা অনেক বড় দৃষ্টান্ত। পাকিস্তানের কথা আমি এ জন্য বলছি পাকিস্তান এরপর বাংলাদেশের বিপক্ষে খেলবে। ভারতের সঙ্গেও ম্যাচ আছে। ফলে নিজেদের ভুল থেকে শেখাটা খুবই জরুরি। এখান থেকে এই দৃষ্টান্তটা পাওয়া যে, কখনো হার মানা যাবে না। যে কোনো পরিস্থিতি থেকে আপনি চাইলে বেরিয়ে আসতে পারেন, যদি আপনার মধ্যে সাহস, তাড়না, পরিকল্পনা এবং উপায় জানা থাকে। এই জুটিতে আমরা এগুলো সবই দেখেছি।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

‘শিগগির দেশে ফিরবেন তারেক রহমান, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন,...

বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বিদেশ যাওয়ার মতো না। তাই তার বিদেশ যাওয়া কিছুটা বিলম্ব হচ্ছে। তাকে এখনই যুক্তরাজ্যে নেওয়া যাচ্ছে...

বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৭ দিন পর হস্তান্তর

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অধীন জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত যুবক শহিদুল ইসলাম শহীদের...

শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ছাত্র–জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে থাকা এবং ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।...

যশোর বোর্ডে শতভাগ ফেল ২০ কলেজকে শোকজ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: চলতি বছরে এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল করা ২০ কলেজকে শোকজ করেছে যশোর শিক্ষা বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রকের...

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৪৩ কেজি গাঁজা ও একটি পিকআপভ্যানসহ তিন মাদক কারবারি আটক হয়েছে। শনিবার ভোরে কড্ডার মোড় এলাকায় গোপন...

প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে বীজতলায় প্রতিবেশীর ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.নুরুল হুদা (৫১) নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার...