April 7, 2025 - 4:38 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাঘরের মাঠে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু পাকিস্তানের

ঘরের মাঠে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু পাকিস্তানের

spot_img

স্পোর্টস ডেস্ক: হার দিয়ে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করলো স্বাগতিক পাকিস্তান। বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া নবম চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২০ রান করে নিউজিল্যান্ড। উইল ইয়ং ১০৭ ও টম লাথাম অপরাজিত ১১৮ রান করেন। জবাবে ২৬০ রানে অলআউট হয় পাকিস্তান।

করাচি জাতীয় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে ৪৫ বলে ৩৯ রানের সূচনা করেন দুই ওপেনার ইয়ং ও ডেভন কনওয়ে। অষ্টম ওভারের তৃতীয় বলে কনওয়েকে ১০ রানে বোল্ড করে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ।

কনওয়ের বিদায়ে ক্রিজে আসেন ইনফর্ম কেন উইলিয়ামসন। পরের ওভারে পাকিস্তান পেসার নাসিম শাহর বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দেন ২ বলে ১ রান করা উইলিয়ামসন।

চার নম্বরে সুবিধা করতে পারেননি ড্যারিল মিচেলও। পাকিস্তানের আরেক পেসার হারিস রউফের শিকার হবার আগে ২৪ বলে ১০ রান করেন মিচেল। এতে ৭৩ রানে ৩ উইকেট পতনে চাপে পড়ে নিউজিল্যান্ড।

তবে চতুর্থ উইকেট জুটিতে নিউজিল্যান্ডকে ভালো অবস্থায় নেন ইয়ং ও উইকেটরক্ষক টম লাথাম। ২৩তম ওভারে দলে রান ১শ এবং ৩১তম ওভারে দলের রান দেড়শ’তে নেন তারা।

৩৫তম ওভারের দ্বিতীয় বলে ৪১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ইয়ং। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের চতুর্থ ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন তিনি।

দলের রান ২শ’ হবার আগেই পেসার নাসিম শাহর শিকার হয়ে সাজঘরে ফিরেন ১০৭ বলে সেঞ্চুরি করা ইয়ং। ১১৩ বলে ১২টি চার ও ১টি ছক্কায় ১০৭ রানের ইনিংসটি সাজান তিনি। লাথামের সাথে ১২৬ বলে ১১৮ রান যোগ করেন ইয়ং।

দলীয় ১৯১ রানে ইয়ং ফেরার পর নিউজিল্যান্ডের রানের গতি বাড়ান ক্রিজে সেট ব্যাটার লাথাম ও গ্লেন ফিলিপস। এতে ৪৫ ওভারেই আড়াইশ’তে পা রাখে নিউজিল্যান্ড।
৪৭তম ওভারের তৃতীয় বলে ১৫৩তম ওয়ানডেতে অষ্টম শতক পূর্ণ করেন লাথাম। এজন্য ৯৫ বল খেলেন এই বাঁ-হাতি ব্যাটার।

ই ইনিংসে জোড়া সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন ইয়ং ও লাথাম। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে একই ইনিংসে পঞ্চমবারের মত এটি জোড়া সেঞ্চুরির রেকর্ড।

লাথামের সাথে তাল মিলিয়ে ব্যাট হাতে ঝড় বইয়ে দেন ফিলিপস। মাত্র ৩৪ বলে ওয়ানডেতে পঞ্চম হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি।

শেষ ওভারের চতুর্থ বলে আউট হবার আগে পঞ্চম উইকেটে লাথামের সাথে ৭৪ বলে ১২৫ রানের ঝড়ো জুটি গড়েন ফিলিপস। এরমধ্যে শেষ ১০ ওভারে নিউজিল্যান্ডকে ১১৩ রান এনে দেন লাথাম-ফিলিপস। এতে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২০ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

৩টি চার ও ৪টি ছক্কায় ৩৯ বলে ৬১ রান করেন ফিলিপস। ১০টি চার ও ৩টি ছক্কায় ১০৪ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন লাথাম। পাকিস্তানের দুই পেসার নাসিম ৬৩ রানে এবং হারিস ৮৩ রনে ২টি করে উইকেট নেন।

জবাবে নিউজিল্যান্ডের পেসার উইল ও’রুর্কের জোড়া আঘাতে ২২ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। ওপেনার সৌদ শাকিল ৬ ও তিন নম্বরে নামা অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৩ রানে আউট হন।

শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টায় তৃতীয় উইকেটে ৪৭ রান যোগ করেন আরেক ওপেনার বাবর আজম ও ফখর জামান। জুটিতে ২৪ রান অবদান রেখে অফ-স্পিনার মাইকেল ব্রেসওয়েলের বলে বোল্ড হন ফখর।

চতুর্থ উইকেটে বাবরের সাথে জুটি বেঁধে দ্রুত রান তুলতে থাকেন সালমান আগা। ৬টি চার ও ১টি ছক্কায় ২৮ বলে ৪২ রান তুলে বিদায় নেন সালমান। এরপর তায়েব তাহির ১ রানে ফিরলে ৫ উইকেটে ১২৮ রানে পরিণত হয় পাকিস্তান।

এক প্রান্ত আগলে ওয়ানডেতে ৩৫তম হাফ-সেঞ্চুরি তুলে নেন বাবর। ইনিংস বড় করার চেষ্টায় বেশি দূর যেতে পারেননি বাবর। নিউজিল্যান্ডের স্পিনার স্যান্টনারের দ্বিতীয় শিকার হয়ে ৬৪ রানে আউট হওয়ার আগে ৯০ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা মারেন বাবর।

দলীয় ১৫৩ রানে বাবর আউটের পর নিউজিল্যান্ডের বোলারদের উপর চড়াও হন খুশদিল শাহ। ৩৭ বলে হাফ-সেঞ্চুরি তুলে লড়াইয়ের চেষ্টা করেন তিনি। তবে দলীয় ২২৯ রানে অষ্টম ব্যাটার হিসেবে খুশদিল ফিরলে পাকিস্তানের হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ১৬ বল বাকি থাকতে ২৬০ রানে অলআউট হয় পাকিস্তান।

১০টি চার ও ১টি ছক্কায় ৪৯ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন খুশদিল। নিউজিল্যান্ডের ও’রুর্ক ৪৭ রানে এবং স্যান্টনার ৬৬ রানে ৩টি করে উইকেট নেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা রবিবার (৬ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ...

দুদকের সাবেক অ্যাম্বাসেডর থেকে আসামিও হতে পারেন সাকিব

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দুদকের সাবেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির...

সূচকের সাথে বেড়েছে লেনদেনও

পুঁজিবাজার ডেস্ক: ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস রোববার (৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।...

ইউনিয়ন ব্যাংকের গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে বদ্ধপরিকর

কর্পোরেট ডেস্ক: শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি. শরীয়াহ্ নীতিমালা অনুস্মরণ, আধুনিক ব্যাংকিং প্রযুক্তি এবং উন্নত গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে সবসময় গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের সর্বোচ্চ...

কুয়াকাটা সৈকত দখল করে নির্মাণ হচ্ছে ঝুকিপূর্ণ মার্কেট

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত দখল করে চলছে অবৈধভাবে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের কাজ। শুধু দখল নয় টিন আর কাঠের মাচার উপরে ইট...

এপ্রিলে অপরিবর্তিত থাকছে এলপি গ্যাসের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক : ভোক্তা পর্যায়ে এপ্রিল মাসের জন্য এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার...

মেঘনা ইন্সুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২০ এপ্রিল, ২০২৫ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।...

মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশ সদস্যদের গালিগালাজ, যুবদলের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপ অবস্থায় থানায় ঢুকে এজাহারভুক্ত আসামীকে ছাড়িয়ে নিতে এসে পুলিশ সদস্যদেরকে হত্যার হুমকি ও গালিগালাজের অভিযোগে দুই যুবদল নেতাকে...