স্পোর্টস ডেস্ক: মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) আসন্ন মৌসুমের জন্য সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। সবশেষ মৌসুমে তিনি দলটির হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন, যেখানে ব্যাট হাতে ৬০ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন মাত্র একটি উইকেট।
শুধু সাকিব নন ডেভিড মিলার, জেসন রায় ও অ্যাডাম জাম্পাকেও দলে রাখেনি নাইট রাইডার্স। তবে তারা মাত্র তিনজন বিদেশি ক্রিকেটারকে ধরে রেখেছে। তারা হলো- আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেনসার জনসন।
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের ড্রাফট। সেখানে কোনো দল সাকিবকে দলে নেবে কি না, তা দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
গত মৌসুমে নাইট রাইডার্সের হয়ে মাত্র ৪ ম্যাচ খেলেছিলেন সাকিব। উইকেট নিয়েছিলেন মাত্র ১টি, রান ৬০। তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ থাকায় এবার তিনি শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন।
প্রসঙ্গত, সাকিবের ক্যারিয়ার বর্তমানে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বোলিং অ্যাকশন পরীক্ষায় দুইবার ব্যর্থ হওয়ায় এক বছরের জন্য বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন সাকিব। তাই আপাতত প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাকে দেখা যাচ্ছে না।
এদিকে, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সময় দেশের হয়ে খেলার সুযোগ পাননি সাকিব। কয়েকটি মামলার কারণে বর্তমানে দেশের বাইরেই থাকতে হচ্ছে তাকে। এদিকে সাকিবের সঙ্গে টি-টেন লিগে কাজ করা ভিডিও বিশ্লেষক শেখ মহসিন জানিয়েছেন, এখনো কোনো লিগে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেননি সাকিব। সম্প্রতি তাকে দুবাই ও ইংল্যান্ডে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে।