April 9, 2025 - 1:01 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যচকরিয়ায় লবণ চাষিদের চোখেও পানি

চকরিয়ায় লবণ চাষিদের চোখেও পানি

spot_img

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: এক কেজি লবণের উৎপাদন খরচ ৮ দশমিক ৭৫ টাকা। চাষি বেচছেন ৬ টাকায়। মধ্যস্বত্বভোগীর কাছ থেকে মিলার কিনছেন ৮ দশমিক ৫০ টাকায়। প্রক্রিয়ার পর উৎপাদন খরচ দাঁড়ায় ২৪-২৫ টাকা। বাজারে খুচরা বেচা হয় ৪০ থেকে ৪৫ টাকায়। অথচ গত বছর চাষি লবণ বেচেছেন ১০ টাকা কেজিতে। এ বছর দাম কমার পেছনে অসাধু ব্যবসায়ীদের কারসাজি লক্ষ্য করা যাচ্ছে।

উৎপাদন বেশি, তবু আমদানি প্রতিবছর ডিসেম্বরে শুরু হয় লবণ আহরণ। আবহাওয়ার ওপর নির্ভর করে তা চলে এপ্রিল পর্যন্ত। এবার মৌসুমের শুরু থেকে দাম কমে যাওয়ায় লোকসানে পড়েছেন চাষিরা।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কক্সবাজারের পরিদর্শক ইদ্রিস আলী জানান, দেশে পরিশোধিত লবণের চাহিদা রয়েছে প্রায় ২৫ লাখ টন। এ বছর অপরিশোধিত লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২৬ লাখ ১০ হাজার টন।

এদিকে চাহিদার চেয়ে বেশি উৎপাদন হলেও মাঝেমধ্যে বিদেশ থেকে আমদানি করা হয় লবণ। গত বছর বাণিজ্য মন্ত্রণালয় ২৬৪টি প্রতিষ্ঠানকে এক লাখ টন লবণ আমদানির অনুমোদন দেয়। অথচ গত বছর উৎপাদিত চার লাখ টন লবণ গুদামজাত করে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দেশে চাহিদার অর্ধেক লবণ গৃহস্থালি ও খাবার তৈরিতে ব্যবহার হয়ে থাকে। অবশিষ্ট লবণ চামড়া প্রক্রিয়াকরণ, টেক্সটাইল, কাগজ, সাবান, ডিটারজেন্ট ও রাসায়নিক দ্রব্য তৈরির কাজে লাগে।

আছে মধ্যস্বত্বভোগী চাষি, ব্যবসায়ী ও বিসিক সূত্রে জানা গেছে, কক্সবাজার ও চট্টগ্রামে মাঠ পর্যায়ে লবণ সংগ্রহ করে বিভিন্ন মিলকারখানা মালিকের কাছে বেচে মধ্যস্বত্বভোগীরা। মিল মালিকদের প্রতিনিধিরাও বিভিন্ন এলাকা থেকে লবণ সংগ্রহ করে। মূলত এই মধ্যস্বত্বভোগীরা সিন্ডিকেট করে লবণের দাম বাড়ায়-কমায়। আবার তাদের নিয়ন্ত্রণ করে থাকে লবণ বাজারজাতকারী বিভিন্ন ব্র্যান্ডের বড় মাপের মিল মালিকরা। দুই পক্ষের মর্জির ওপর নির্ভর করে মাঠ পর্যায়ে লবণের দাম কত পড়বে। তাদের কবলে পড়ে ক্ষতির শিকার হন চাষিরা।

চকরিয়ার রামপুরের চাষি মৌলভি মো. সেলিম জানান, আগে ভালো দাম পাওয়ায় তিনি এবার গত বছরের চেয়ে বড় পরিসরে লবণ চাষ করেন। কিন্তু বেচতে গিয়ে রীতিমতো কিংকর্তব্যবিমূঢ়। মৌলভি সেলিম আরো বলেন, ‘মধ্যস্বত্বভোগী ও মিল মালিকরা সিন্ডিকেট করে এবার লবণের দরপতন ঘটিয়েছেন। তারা আমাদের পেটে লাথি দিয়ে পকেট ভারি করছেন। তাই কিছু লবণ আহরণের পর বন্ধ করে দিয়েছি। লাভ না হোক, এত লোকসান দিলে কীভাবে চলবে? আমার মতো অন্য চাষিরা লবণ আহরণ কমিয়ে দিয়েছেন। ঋণ পরিশোধে বাধ্য হয়ে কেউ কেউ আহরণ করছেন।’

চাষির ভাগে লোকসান কক্সবাজারের চকরিয়া উপজেলার ঈদমনি গ্রামে লবণ চাষি মো. আলমগীর হোসেন, আবদুল কাদের, হেফাজ উদ্দিন ও আবদুর রহিম জানান, তারা গরু বেচে সাড়ে পাঁচ একর জমি বর্গা নিয়ে লবণ চাষ করেন। গত সপ্তাহে তারা প্রায় ১৭৪ মণ লবণ বেচেন। চুক্তি অনুযায়ী, এর অর্ধেক পাবেন জমি মালিক। বাকি অর্ধেক পাবেন চার চাষি। এবার তারা প্রতি মণ লবণ বেচেন ২৪০ টাকা। অথচ প্রতি মণ লবণ উৎপাদনে তাদের খরচ হয়েছে কমবেশি ৩০০ টাকা। এ হিসাবে প্রতি মণ লবণে চাষিদের গচ্চা দিতে হচ্ছে গড়ে ৫০ টাকা।

লবণ চাষে লাভ-লোকসানের চিত্র তুলে ধরেন চকরিয়ার লবণ চাষি মো. আলমগীর হোসেন। তিনি যখন কথা বলছিলেন, তখন তাঁর চোখ টলমল করছিল। তিনি বলেন, জমি বর্গা, পানির স্কিম, পলিথিন, শ্রমিক, আনুষঙ্গিকসহ চাষিদের প্রতি মণ লবণ উৎপাদনে গড়ে খরচ হয় ৩০০ টাকার ওপরে। যখন বেচতে যাই, তখন কোনোভাবে ২৪০ থেকে ২৫০ টাকার বেশি পাই না। প্রতি মণে লোকসান গুনতে হচ্ছে কমপক্ষে ৫০ থেকে ৬০ টাকা।

চকরিয়ার ঢেমুশিয়া ইউনিয়নের তেচ্ছাপাড়ার লবণ চাষী আবদুল কাদের মনু বলেন, এবারের লবণের দাম নিয়ে খুব শংকিত আছি। এভাবে লবণের দাম হলে আমাদেরকে ক্ষতি সম্মুখীন হতে হবে। তাই সরকারের উচিৎ লবণ দামের সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।

সংশ্লিষ্টদের বক্তব্য কক্সবাজারের ইসলামপুর লবণ মিল মালিক সমিতির সভাপতি শামসুল আজাদ বলেন, ‘দেশের পরিস্থিতি এবার অন্যান্য পণ্যের মতো লবণের দামেও প্রভাব ফেলেছে। ফলে গত বছরের চেয়ে এবার দাম কিছুটা কম। তা ছাড়া মিডলম্যান ছাড়া লবণ সংগ্রহ করা যায় না। মিডলম্যানদের কাছ থেকে আমরা এবার প্রতি বস্তা (৮০ কেজি) ৬৮০ টাকা দরে সংগ্রহ করছি। এ হিসাবে প্রতি মণ লবণের দাম পড়ছে ৩৪০ টাকা।’ এ বছর ১০ হাজার টন লবণ সংগ্রহ করবেন বলে জানিয়েছেন তিনি।

লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রহ পরিষদের সদস্য সচিব মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘খুলনা, নারায়ণগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারের কিছু মিল মালিক সিন্ডিকেট করে চলতি মৌসুমের শুরুতে উৎপাদিত লবণের মূল্য কমিয়ে দিয়েছেন। ফলে লবণ চাষের সঙ্গে জড়িত চাষিরা পুঁজি হারানোর ভয়ে আছেন।’ তিনি জানান, ওজনেও কারচুপি করেন মধ্যস্বত্বভোগীরা। ৪০ কেজিতে এক মণ হলেও তারা মণ হিসাব করেন ৪৫ কেজিতে।

প্যাকেটজাত লবণ বিক্রয়কারী কোম্পানির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, দেশে তিন পদ্ধতিতে লবণ পরিশোধিত হয়। ভ্যাকুয়াম ইভাপোরেশন, মেকানিক্যাল ও সনাতনী। এক কেজি পরিশোধিত লবণ উৎপাদনে প্রক্রিয়াকরণ ক্ষতি ১২ টাকা। অন্যান্য উপকরণ, পরিচালন ও আর্থিক ব্যয় মিলিয়ে উৎপাদন ব্যয় দাঁড়ায় ২৪-২৫ টাকা। কোম্পানিগুলো লবণ বেশি বেচার জন্য খুচরা ব্যবসায়ীদের লাভের হার বেশি দিয়ে থাকে, ৯ থেকে ১২ টাকা। এ কারণে খুচরায় দাম কমে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো ইলন মাক্সের স্পেস এক্সের সহযোগী স্যাটালাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট সেবা। বুধবার (৯...

সাত দিনে ‘বরবাদ’ সিনেমার ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি

বিনোদন ডেস্ক : ঈদুল ফিতরে মুক্তির প্রথম সাত দিনে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার। প্রযোজনা...

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় ৭২ জন গ্রেপ্তার

কর্পোরেট সংবাদ ডেস্ক : গাজায় ইসরাইলের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত...

১৫ এপ্রিল প্রাইম ফাইন্যান্সের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পর্ষদ সভা আগামী ১৫ এপ্রিল বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য...

এসএসসি পরীক্ষা শুরু কাল, প্রশ্নফাঁসরোধে কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। চলবে ১৩ মে পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা...

কমলো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক : চার দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে এক হাজার ২৪৮ টাকা...

বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের ঋণ দেবে এনডিবি

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস প্রতিষ্ঠিত সাংহাই ভিত্তিক বহুপাক্ষিক ঋণদাতা প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) চলতি বছর বাংলাদেশের উন্নয়ন...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে অগ্রণী ভূমিকা রাখছে মার্কিন কোম্পানিগুলো

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শীর্ষ বিনিয়োগকারীদের প্রতিষ্ঠান ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধিদল মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের...