স্পোর্টস ডেস্ক: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড মডেলে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। দেশ ছাড়ার আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ দল। সেখানে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে জানতে চাওয়া হয়েছে, আসরে কোন লক্ষ্য নিয়ে যাচ্ছে দল?
এক কথায় অধিনায়ক দিয়েছেন সোজাসাপ্টা জবাব। শান্ত বলেন— ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’
টুর্নামেন্টকে সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। কাজ করছেন নিজেদের শক্তি-দুর্বলতা যাচাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ৮ দলের মধ্যে কেবল বাংলাদেশই ওয়ানডে খেলছে না। ক্রিকেটাররা সময় কাটিয়েছেন বিপিএলে টি-টোয়েন্টি ফরম্যাটে।
এতে খুব একটা সমস্যা দেখছেন না শান্ত। তার মতে, দলের অনুশীলন ভালো হচ্ছে। হাতে এখনও সময় আছে। ক্রিকেটারদের প্রতি আস্থা আছে অধিনায়কের।
শান্ত বলেন, ‘আমার কাছে মনে হয় না, আমরা খুব পিছিয়ে আছি। হাতে এখনও এক সপ্তাহ সময় আছে। টুর্নামেন্ট শুরুর আগে আমরা একটি প্রস্তুতি ম্যাচও খেলব। দলে যারা আছে সবার মধ্যে ম্যাচ জেতানোর সামর্থ্য আছে।’
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে সেমিফাইনালে খেলার সুখস্মৃতি বাংলাদেশের সঙ্গী। ২০১৭ সালের সেই টুর্নামেন্টের পর আর অনুষ্ঠিত হয়নি ওয়ানডের দ্বিতীয় মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট।
আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে টাইগাররা। এবার বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপে আছে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড।
