March 6, 2025 - 2:18 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যজিরা চাষে আগ্রহ দেখাচ্ছে বগুড়ার চাষী

জিরা চাষে আগ্রহ দেখাচ্ছে বগুড়ার চাষী

spot_img

বগুড়া প্রতিনিধি: পরিক্ষামূলক ভাবে জিরা চাষ করে সফল হওয়া জিরা চাষে আগ্রহ দেখাচ্ছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষকরা। কৃষি অফিসের সহায়তায় প্রদর্শনীর মাধ্যমে সর্বপ্রথম এ এলাকায় স্বল্প পরিসরে জিরার চাষ করেছে কৃষকরা।

ইতোমধ্যে জিরার গাছগুলো বড় হয়ে ফুল ও ফল আসতে শুরু করেছে। কেউবা আবার ফসল কাটছে। ফলনও ভালো হয়েছে। জিরার এমন ফলন দেখে কৃষকদের মুখে হাসি ফুটেছে। সফলতার মুখ দেখবে এমনটি আশা করছেন তারা।

গত মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দেউলী ও মোকামতলাসহ কয়েকটি এলাকায় জিরা চাষাবাদ নিয়ে কৃষকের নানান কর্মব্যস্ততা চোখে পড়ে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনী আকারে জিরার চাষাবাদ হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। এখন শুধু গবেষণাগারেই নয়, কৃষক পর্যায়েও জেগেছে জিরা চাষে সম্ভাবনা। ফলে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা।

আয় বাড়বে কৃষকের। কমবে আমদানি নির্ভরতা।সম্প্রতি মসলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায় এ দেশে কৃষক পর্যায়ে চাষাবাদের উপযোগী জিরার জাত আবিষ্কার হয়েছে। বারি জিরা-১ নামে জিরার জাতটি জাতীয় বীজ বোর্ড কর্তৃক ২০২২ সালে অনুমোদিত হয়। এরপর স্বল্প পরিসরে পরীক্ষা মূলক ভাবে কৃষক পর্যায়ে চাষাবাদ শুরু হয় এ জাতের জিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে প্রদর্শনী আকারে কৃষক পর্যায়ে সফল চাষাবাদ সম্পূর্ণ হয়েছে এ জাতের জিরা। চাষকৃত বারি জিরা-১ বাজারের জিরা অপেক্ষা অধিক সুগন্ধি। উপজেলার দুটি স্থানে জিরা চাষ হচ্ছে একটি মোকামতলা ইউনিয়নের মুরাদপুর ও দেউলী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।

উপজেলার দেউলী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে কৃষক সাইফুল ইসলামকে তার চাষকৃত ১০ শতাংশ জমি থেকে জিরার ফসল কাটতে দেখা যায়। প্রতিটি গাছে থোকায় থোকায় ভরপুর জিরা। কৃষক সাইফুল ইসলাম বলেন, সফল ভাবে জিরা চাষ করতে পেরে খুব ভালো লাগছে। জিরা গাছগুলো উঠিয়ে রোদে শুকানো পর জিরা মাড়াই ঝাড়াই করবো। আশা করছি প্রতি শতকে ১.৫ থেকে ২ কেজি জিরা পাবো। এখান থেকে যে জিরা পাওয়া যাবে তা বীজ হিসেবে ব্যবহার করবো আমরা। উপজেলার দেউলী ইউনিয়নের রহবল ব্লকে কর্মরত উপসহকারী কৃষিব জানান, শত প্রতিকূলতা মোকাবিলা করে সফল ভাবে জিরা চাষাবাদ করতে পেরেছি আমরা।

তিনি আরও বলেন, বারি জিরা-১ শীতকালীন জিরা হওয়ার কারণে উপযুক্ত সময়ে বীজ বপন খুবই জরুরী। এ জিরার জীবনকাল ১১০-১২০ দিন। এ জাতের জিরার বীজ বপনের উপযুক্ত সময় নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ। শীতকালে আমাদের দেশে যখন বাতাসে আর্দ্রতার শতকরা হার বেড়ে যায় তখন গাছে অল্টারনারিয়া ব্লাইট এবং গোড়া পচা রোগের আক্রমণ বেশী হয়ে থাকে। এ কারণে সফল ভাবে চাষাবাদ করতে প্রতিরোধক হিসেবে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করা খুবই গুরুত্বপূর্ণ। এ জাতের জিরায় সেচ খুব কম দরকার হয়।প্রতিটি গাছে ফুল ফল চলে এসেছে।

কোন ধরনের প্রাকৃতিক প্রতিকূলতা না আসলে আগামী এক মাসের মধ্যে জিরা সংগ্রহ করা যাবে।

উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান জানান, উপজেলায় দুটি স্থানে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনী আকারে জিরার চাষাবাদ হচ্ছে। গত বছর থেকে জিরার চাষাবাদ স্বল্প পরিসরে হলেও বাস্তবায়িত প্রদর্শনী থেকে উৎপাদিত জিরা বীজ হিসেবে ব্যবহার করে আগামী মৌসুমে এর আবাদ এলাকা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।জিরা চাষের জন্য আমরা কৃষকদের প্রশিক্ষণ এবং সার্বিক সহযোগিতা করে যাচ্ছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আরও দুজন

কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব। বুধবার...

৭৪ জন দুস্থ হিসাবধারীকে সঞ্চয়কৃত অর্থ ফেরত দিল সোশ্যাল ইসলামী ব্যাংকের কলমা উপশাখা

কর্পোরেট ডেস্ক: সমাজসবো অধদিপ্তররে অধীনে ২০২৩-২০২৪ অর্থবছরের ভাল্নারেবল উইমেন বেনিফিট র্কমসূচীর আওতায় ৭৪ জন দুস্থ মহিলাকে সঞ্চিত অর্থ ফেরত প্রদান করা হয়েছে। বুধবার (৫...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও আইএফএস টেক্সওয়্যারের মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং আইএফএস টেক্সওয়্যার (প্রাইভেট) লিমিটেডের মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী...

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নতুন ওয়েবসাইটের উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নতুন ওয়েবসাইট এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বুধবার (৫ মার্চ) এ উপলক্ষ্যে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে...

বেনাপোলে রোজার শুরুতেই ফলের চড়া দাম, ক্রেতাদের অস্বস্তি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রোজায় খেজুরের পর বেশি চাহিদা থাকে সব রকম রসালো ফলের। শুল্ক কমানোয় খেজুরের দাম এবার মধ্যবৃত্তের হাতের নাগালে থাকলেও আপেল,...

ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা

কর্পোরেট ডেস্ক : ২০২৩ থেকে ২০২৪ সালে বাংলাদেশের ভোক্তাদের ব্যয় সংক্রান্ত একটি বিশ্লেষণ পরিচালনা করেছে ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা। প্রতিষ্ঠানটি...

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির

কর্পোরেট ডেস্ক: দেশব্যাপী চলছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’। এর আওতায় কিস্তিতে ওয়ালটন ব্র্যান্ডের একটি ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন চরভদ্রাসন ফরিদপুরের...