January 14, 2026 - 12:07 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাবিদেশি ক্রিকেটার ছাড়াই রংপুরকে হারালো রাজশাহী

বিদেশি ক্রিকেটার ছাড়াই রংপুরকে হারালো রাজশাহী

spot_img

স্পোর্টস ডেস্ক : বিপিএলের একাদশতম আসরে চট্টগ্রামের পর ঢাকা পর্বেও রংপুরকে পরাজয়ের স্বাদ দিল রাজশাহী। তবে, এই জয়টা রাজশাহীর জন্য বিশেষ। কারণ কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই খেলতে হয়েছে তাদের। এই জয়ে প্লে-অফের স্বপ্ন জিইয়ে রইলো তাসকিনদের।

পারিশ্রমিক জটিলতায় মাঠে আসেননি রাজশাহীর কোনো বিদেশি ক্রিকেটার। যার ফলে বিশেষ আইনে তাদের খেলার অনুমিত দেয় বিসিবি। ম্যাচের আগে এমন নাটকীয়তার পর টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৯ রান জড়ো করে রাজশাহী। জবাবে, ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রানে থামে রংপুর। ২ রানের নাটকীয় জয় পায় রাজশাহী। দলটির হয়ে বল হাতে মাত্র ১৮ রান খরচায় সর্বোচ্চ ৪টি উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এই জয়ে পয়েন্ট টেবিলের চারে ওঠে এসেছে রাজশাহী।

১২০ রানের লক্ষ্য তাড়ায় নেমে খুবই বাজে শুরু করে রংপুর। প্রথম ওভারেই বিদায় নেন ওপেনার স্টিভেন টেইলর। ৪ বলে ২ রান আসে তার ব্যাট থেকে। শুরুর চাপ সামাল দিতে পারেননি আরেক ব্যাটার সাইফ হাসান। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। চোট কাটিয়ে ফেরা সৌম্য সরকারও পারেননি আস্থার প্রতিদান দিতে। দলীয় ২৩ রানের মাথায় ফেরেন তিনিও। ১৩ বলে ৮ রান আসে সৌম্যর ব্যাট থেকে। এরপর স্কোরবোর্ডে ৭ রান যোগ করতে রংপুর হারায় আরও তিন ব্যাটার। ৩০ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি।

ছোট লক্ষ্যও দলটির কাছে তখন পাহাড়সম মনে হচ্ছিল। দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার দায়িত্বটা নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও খুশদিল শাহ। তবে, সেই জুটিও রাজশাহীর দাপুটে বোলিংয়ের সামনে টেকেনি। ১৮ বলে ১০ করে সাজঘরে ফেরেন খুশদীল। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৫ রান। হাতে ছিল ২ উইকেট। ব্যাট হাতে দুই ছয় হাঁকিয়ে জয়ের আশা জাগালেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেনি সাইফউদ্দিন।

এর আগে, ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি রাজশাহীর। দলের খাতায় ১১ রান যোগ হতেই বিদায় নেন ওপেনার জিসান আলম। ৩ বলে ২ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে বোল্ড হন তিনি। এরপর দ্রুতই বিদায় নেন আরেক ব্যাটার সাব্বির হোসেন। ১৩ বলে ১১ রান করে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন এ ব্যাটার। উপরে ব্যাট করতে নেমে ১০ বলে ১০ রান করে আউট হন মৃত্যুঞ্জয় চৌধুরী। দলের হাল ধরতে পারেননি এনামুল হক বিজয়ও। ১৬ বলে ১৩ রান করে আউট হন তিনি।

তাতে ৬৭ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে কঠিন বিপর্যপে পড়ে রাজশাহী। শেষদিকে আকবর আলী, তাসকিন আহমেদ ও সানজামুলের ব্যাটে ভর করে ১১৯ রান দাঁড় করায় রাজশাহী। সহজ লক্ষ্য মনে হলেও, তা তাড়া করতে নেমে যে এভাবে ভেঙে পড়বে রংপুর তা হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি। রংপুরের হয়ে ৪ ওভার বল করে মাত্র ১৯ রান খরচায় ৩ উইকেট নেন খুশদিল শাহ। ২টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও রাকিবুল হাসান।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...