December 14, 2025 - 7:35 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকপ্রথম ধাপে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল

প্রথম ধাপে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ইসরায়েল থেকে ছাড়া পাবেন ৭৩৫ জন ফিলিস্তিনি বন্দি। বিনিময়ে ৩৩ ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস।

শনিবার (১৮ জানুয়ারি) ভোরে ইসরায়েলের বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর সিএনএনের।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের এই চুক্তি তিন ধাপে কার্যকর হবে। এর মধ্যে আগামীকাল রোববার থেকে ছয় সাপ্তাহ ধরে চলবে প্রথম ধাপের কার্যক্রম।

এর আগে গতকাল শুক্রবার রাতে যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিতে দেশটির ৩৩ সদস্যের মন্ত্রিসভা আলোচনায় বসে। দীর্ঘ সাত ঘণ্টার বৈঠকে চুক্তিটি অনুমোদন দেয় ইসরায়েলি সরকার।

চুক্তি অনুমোদনের পরপরই দেশটির মন্ত্রণালয় এক বিবৃতি জানায়, রোববার থেকে এই চুক্তি বাস্তবায়নের পথ সুগম হচ্ছে। এদিন ৯৫ জন ফিলিস্তিনিকে বন্দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। যার মধ্যে ৭০ জন নারী এবং ২৫ জন পুরুষ থাকবেন।

একই বিবৃতিতে ২৫ জন অপ্রাপ্তবয়স্ক ছাড়া মুক্তি পেতে যাওয়া বাকি বন্দিদের নাম প্রকাশ করে ইসরায়েলি সরকার।

অন্যদিকে, রোববার তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস।

দুজন মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, ৯৫ ফিলিস্তিনির বিনিময়ে তিনজন ইসরায়েলি বেসামরিক নারী বন্দি মুক্তি পেতে যাচ্ছেন।

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির তিন ধাপে যা রয়েছে—

প্রথম পর্যায়: যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায় ছয় সাপ্তাহব্যাপী চলমান থাকবে। এই সময়ের মধ্যে সীমিত পরিসরে বন্দি বিনিময়, গাজা থেকে আংশিক সেনা প্রত্যাহার এবং গাজা উপকূলে সাহায্য প্রবেশের সীমা বাড়ানো হবে।

প্রথম ধাপে ইসরায়েলের ৩৩ জন বন্দি মুক্তি পাবে। এর মধ্যে নারী, শিশু ও পঞ্চাশোর্ধ বেসামরিক নাগরিক রয়েছে। এসব বন্দিদেরকে ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েল থেকে আটক করে হামাস। অন্যদিকে ৩৩ বন্দি মুক্তির বিনিময়ে প্রায় ৭৩৫ বন্দি ফিলিস্তিনিকে মুক্ত দেবে ইসরায়েল। এর মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দিরাও থাকবে।

বন্দি বিনিময়ের সঙ্গে সঙ্গেই ইসরায়েল গাজার জনবহুল এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহার করবে। গাজা সীমান্তের অভ্যন্তরে ৭০০ মিটারের মধ্যে ইসরায়েলি সেনারা অবস্থান করবে। তবে নেটজারিম করিডোর (দক্ষিণ গাজাকে আলাদা করার একটি সামরিক সীমানা) এ শর্তের অন্তর্ভুক্ত হবে না। এই এলাকা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল।

উত্তর গাজার নাগরিকদের তাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হবে। প্রতিদিন ৬০০ ট্রাক খাদ্য সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে। আহত ফিলিস্তিনিরা চিকিৎসার জন্য গাজার বাইরে যাওয়ার অনুমতি পাবে। প্রথম ধাপের কার্যক্রম শুরু হওয়ার সাতদিনের মধ্যে মিসরে প্রবেশের রাফাহ ক্রসিং খুলে দেওয়া হবে।

ইসরায়েলি সেনারা ফিলাডেলফি করিডরে তাদের উপস্থিতি কমিয়ে আনবে, যা মিসর ও গাজার সীমান্ত এলাকায় অবস্থিত। এই চুক্তি কার্যকরের ৫০ দিনের মধ্যে সেনা পুরোপুরি প্রত্যাহার করবে ইসরায়েল।

দ্বিতীয় পর্যায়: দ্বিতীয় পর্যায়ের শর্তগুলোর মধ্যে রয়েছে, হামাস সমস্ত জীবিত বন্দিকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক আরও ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। এ ছাড়া ইসরাইল গাজা থেকে পূর্ণ সেনা প্রত্যাহার কার্যক্রম শুরু করবে।

তৃতীয় পর্যায়: দ্বিতীয় পর্যায়ের শর্তগুলো পূরণ হলে বাকি বন্দিদের মৃতদেহগুলো হস্তান্তর করা হবে। এরপর গাজা পুনর্গঠনের জন্য তিন থেকে পাঁচ বছরের একটি পরিকল্পনা করা হবে।

এর আগে গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, যুদ্ধ পরবর্তী সময় গাজা অঞ্চল শাসন, তত্ত্বাবধান ও পুনর্গঠনের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সহযোগীদের আমন্ত্রণ জানাবে। এই সময় স্বল্পমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরব রাষ্ট্রগুলো বাহিনী সরবরাহ করবে। যদিও ইসরায়েল এখনও গাজা শাসনের বিকল্প কোনো পদ্ধতি প্রস্তাব করেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত : মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক: সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ মো. ওসমান...

এমবিবিএস ভর্তির পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। রোববার...

হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা...

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

কর্পোরেট সংবাদ ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৮৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে...

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেওয়া হবে। এই প্রটোকলে রাজনৈতিক...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার...

এন্টারপ্রাইজ কানেক্টিভিটি ও ডিজিটাল সল্যুশনে পিটিসি-এক্সেনটেকের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

কর্পোরেট ডেস্ক: পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি (পিটিসি)-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে এক্সেনটেক পিএলসি। করপোরেট সার্ভিস, সিম-ভিত্তিক এন্টারপ্রাইজ সল্যুশন এবং ডিজিটাল সক্ষমতা...

গ্রাহক সন্তুষ্টির প্রত্যয় নিয়ে দেশের ১৬ অঞ্চলে ইউসিবির টাউনহল

কর্পোরেট ডেস্ক: একই দিনে, একই সময়—দেশের ১৬টি অঞ্চলে একসাথে টাউনহল। কোথাও ব্যাংকের চেয়ারম্যান, কোথাও ব্যবস্থাপনা পরিচালক, কোথাও এএমডি, ডিমডি কিংবা সিনিয়র কর্মকর্তারা। পুরো দেশের...